শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রোজার আগেই নিত্যপণ্যের দাম বেড়ে দিগুণ

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ২০:২২

কুমিল্লার হোমনায় রোজা শুরুর আগের দিনই নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যের দাম বেড়ে দিগুণ হয়ে গেছে। পণ্যের লাগামহীন দাম বাড়ায় সংকটে পড়েছে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবার। 

বৃহস্পতিবার (২৩ মার্চ) সরেজমিনে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গরুর তরল দুধ আগের দিন যেখানে ৮০ টাকা কেজিতে বিক্রি হয়েছে তা বিক্রি হচ্ছে দেড়’শ টাকা, ৬০ থেকে ৭০ টাকার কলা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়, ৩০ টাকা কেজির শসা ৫০ টাকা, ৭০ টাকা কেজির মুড়ি ৮০ টাকা, ৬০ টাকা হালির লেবু ৮০ টাকা, ১২০ টাকার আনারস ২০০ টাকা। বাঙ্গি, তরমুজ থেকে শুরু করে অন্যান্য ফল ও সবজির দামও বেড়েছে দ্বিগুণ। 

ক্রেতাদের অভিযোগ, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এসব পণ্যের দাম দিগুণ করে ফেলেছেন। নিত্যপণ্যের দাম নিয়ে ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে প্রায়শই ঝগড়া হচ্ছে। প্রশাসনের দুর্বল মনিটরিং ব্যবস্থার কারণে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন বলেও মনে করছে অনেকে। ব্যবসায়ীরা বলছেন, বেশি দামে পণ্য কেনার করার কারণেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। 

মজনু মিয়া নামে এক ক্রেতা বলেন, যে কলা আগে ৬০ টাকা কুড়ি বিক্রি হতো তা ১৫০ থেকে ২০০ টাকা চাচ্ছে বিক্রেতারা, অনেক ঘুরেও কেউ কমে বিক্রি না করায় ৭৫ টাকায় ১০টি কলা কিনলাম। 

কলা ব্যবসায়ী মো. আলমগীর হোসেন বলেন, এবার বেশিতে কিনতে হচ্ছে। আমাদের কিছু করার নেই। 

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা বলেন, রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে গত কয়েকদিন আগে বাজারের ব্যবসায়ীদের সঙ্গে সভা করেছি। এরপরও যদি কেউ অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রোজায় নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এবি/পিও