সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

হাসানের ম্যাচসেরার দিনে, সিরিজসেরা মুশফিক 

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ২০:৩২

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। এই ম্যাচে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা পুরস্কার জিতেছেন পেসার হাসান মাহমুদ। আর পুরো সিরিজে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সে সিরিজসেরার পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম।

বৃহস্পতিবার (২৩ মার্চ) টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে টাইগার পেসারদের তোপের মুখে পড়ে আয়ারল্যান্ড। মাত্র ১০১ রানে গুটিয়ে যায় আইরিশরা। একই ৫ উইকেট তুলে ৮ ওভার ১ বলে ৩২ রান খরচায় ৫ উইকেট নেন এই হাসান মাহমুদ। ১০২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২২১ বল হাতে রেখে ১০ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ। বল হাতে এমন পারফরম্যান্সে ম্যাচসেরা পুরস্কার উঠে হাসান মাহমুদের হাতে।

মুশফিকুর রহিম।

আর পুরো সিরিজে আগ্রাসী ব্যাটিং করেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। প্রথম ওয়ানডেতে ১৬৯.২৩ স্ট্রাইক রেটে ২৬ বলে ৪৪ রান করেন মুশফিক। এরপর দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরি করেন মিস্টার ডিপেন্ডেবল। ১৬৬.৬৬ স্ট্রাইক রেটে ৬০ বলে ১০০ রান করেন মুশফিক। আর তাই ম্যাচসেরার পুরস্কার উঠে এই অভিজ্ঞ ব্যাটারের হাতে। 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন