মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জাবিতে ছাত্রলীগের অস্ত্রের মহড়া, দুই সাংবাদিককে হেনস্থার অভিযোগ

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ২০:৩৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রলীগ নেতাকে মারধরের জেরে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তারা দুই সাংবাদিককে লাঞ্ছিত ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। বুধবার (২২ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, রেস্টুরেন্টে বসাকে কেন্দ্র করে রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ হলের শিক্ষার্থী মাহফুজুর রহমানকে মারধর করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী মাহফুজ আহমেদ গালিব, তানভীর ইসলাম, সাব্বির হাসান সাগর ও খালিদ হাসানসহ আরও ৪০ ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন।

ওই ঘটনার জেরে বুধবার সন্ধ্যায় আহমেদ গালিবকে পাল্টা মারধর করে রবীন্দ্রনাথ ঠাকুর হল ছাত্রলীগের নেতা-কর্মীরা। এরই পরিপ্রেক্ষিতে রাতে দেশীয় অস্ত্র নিয়ে রবীন্দ্রনাথ হল অভিমুখে বের হয় মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় হলের নবীন শিক্ষার্থীদের জোরপূর্বক মহড়ায় নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর হলের দিকে যেতে চাইলে বটতলায় প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাদের বাধা দেয়। সেখানে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে প্রক্টরিয়াল টিমের সদস্যদের বাকবিতণ্ডা হয়। এ সময় খবর সংগ্রহ করতে গেলে ডিবিসি টেলিভিশনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন এবং বাংলাদেশ টুডের জোবায়ের আহমেদকে লাঞ্ছিত করে এবং মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

জাবি ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ক্যাম্পাসের বাইরে ছিলাম। ছাত্রলীগের কেউ দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রলীগ এসবের বিরুদ্ধে রয়েছে। এক্ষেত্রে হল থেকে সন্ত্রাস নির্মূলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ঘটনাটি অপ্রত্যাশিত। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এর বাইরে কোনো অভিযোগ পেলে সেগুলোও খতিয়ে দেখা হবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অস্ত্রের মহড়া এবং দুই সাংবাদিককে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীবৃন্দ। বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ইত্তেফাক/এবি/পিও