লালমাটিয়া সরকারি মহিলা কলেজে মার্কেটিং ডিপার্টমেন্টে অনার্স তৃতীয় বর্ষে পড়েন তিনি। বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে। বাবা, মা আর বোনকে নিয়ে তার পরিবার। তিনি এক্সিকিউটিভ ডিরেক্টর এবং বোর্ড অব মেম্বার ওয়ান ওয়ে স্কুলের। ইয়ুথ এন্ডিং হাঙ্গারের কেন্দ্রীয় কমিটিতে এক্সিকিউটিভ মেম্বার এবং একইসাথে আহ্বায়ক হিসেবে কাজ করেছেন। অল্পবয়সে সমাজসেবামূলক কাজ করে সকলের নজর কেড়েছেন। দুর্দান্ত সাংগঠনিক দক্ষতাসম্পন্ন এ সমাজকর্মীর নাম ফারিয়া হক।
সম্প্রতি ন্যাশনাল টেক কার্নিভাল-২৩ অনুষ্ঠিত হয়। যেখানে আইটি অভিজ্ঞ, সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ৫০০ জনের উপস্থিতিতে এ প্রোগ্রামে অর্গানাইজার টিমের সদস্য ছিলেন তিনি। তিনি এই প্রোগ্রামে ‘ওয়ান ওয়ে স্কুল’ সম্পর্কে প্রেজেন্টেশনের মাধ্যমে সকলের কাছে তুলে ধরেন। গোটা প্রোগ্রামে তার সাংগঠনিক মুন্সিয়ানার পরিচয় মেলে।
ওয়ান ওয়ে স্কুল সর্ম্পকে ফারিয়া বলেন, ‘এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য সম্পূর্ণ বিনামূল্যে অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা।’ এর আগে তিনি ইয়ুথ এনগেজড হাঙ্গারের কেন্দ্রীয় কমিটিতে কাজ করেছেন। যার উদ্দেশ্য তরুণদের হাত ধরে দেশের মানুষের নিরাপদ খাদ্য উত্পাদনে ও রূপান্তরের বিষয়ে সচেতনতা তৈরি করা।
১২ জুন ২০২২ থেকে যাত্রা শুরু করা ফ্রি ই-লার্নিং প্লাটফর্ম ‘ওয়ান ওয়ে স্কুল’র সাথে এবং ২৬ জুন ২০২২ -এ ‘সেন্ট্রাল টিমে’ ‘সিলেট ডিভিশনাল কো-অর্ডিনেটর’ হিসেবে তার ওয়ান ওয়ে স্কুলের সাথে পথচলার শুরু। এরপর ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসাবে যুক্ত হবার জন্য আবেদন করেন। পরবর্তীকালে সিলেট ডিভিশনাল কো-অর্ডিনেটর হিসেবে ওয়ান ওয়ে স্কুলের দায়িত্ব পালন করেন। এ সময় তার নেতৃত্বে সিলেট টিম সেরা ডিভিশন ঘোষিত হয়। এরপর যোগ্যতার বলেই গভর্নিং বডিতে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, পরবর্তী সময়ে পদোন্নতির মাধ্যমে জেনারেল ম্যানেজার এবং বর্তমানে বোর্ড অব মেম্বার-এ এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে ওয়ান ওয়ে স্কুলের কমিউনিটি সেকশনের সার্বিক তত্ত্বাবধানে আছেন। দেশের অদম্য মেধাবী তরুণদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করার জন্য নতুন নতুন আইডিয়া জেনারেট এবং তা এক্সিকিউট করা, ওয়ান ওয়ে স্কুলের অনলাইন লাইভ প্রোগ্রাম পরিচালনা তার প্রধান কাজ।
নিজের কাজ সর্ম্পকে তিনি বলেন, ‘ওয়ান ওয়ে স্কুলের ডিভিশন, ডিস্ট্রিক্ট, স্কুল-কলেজ ও ইউনিভার্সিটি টিম সরাসরি পর্যবেক্ষণের দায়িত্ব পালন করছি।’
বাংলাদেশ যুব ছায়া সংসদের ১৩তম অধিবেশনে নারায়ণগঞ্জ-২ থেকে সরকারি দল হয়ে বক্তব্য উপস্থাপন করেন তিনি। উপজেলা ও জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। বর্তমানে তিনি সেন্ট্রাল মেম্বার এনওয়াইসি, ক্যাম্পাস অ্যাম্বাসেডর অব আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এবং মেম্বার গ্লোরি গার্লস অব আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের।
কাজ করতে গিয়ে নানা ধরনের সমস্যা মোকাবিলা বিষয়ে ফারিয়া বলেন, ‘সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সব কাজেই সফল। কখনো অনেক ধরনের প্রশ্ন আসে, যেহেতু আমাদের উদ্দেশ্য মহৎ তাই ততটা সমস্যা হয়নি এখনো। এমন একটি টিম পেয়েছি যারা পরিবারের সদস্যের মতো।’