শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

টুঙ্গিপাড়া ছাত্রলীগের সভাপতি শামচুল সম্পাদক লিংকন  

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ০৯:৩২

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামচুল হক ও লিংকন মোল্লাকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) বিকালে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আগামী এক বছর মেয়াদী নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি তানভীর ইসলাম সজল, শেখ সোহেল, রিয়াদুল ইসলাম লিমন, জোনায়েদ সিদ্দিকী, রাজীব শেখ, সোহেল ফকির, রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কাবুল হাসান রিপন, সাজিদুর রহমান সোহান, জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান মোল্লা, বিএম তন্ময়, শাহিন বিশ্বাস।

নতুন কমিটির বিষয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা বলেন, পূর্বের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় সেটি বিলুপ্ত করা হয়েছে। আগামী এক বছরের জন্য টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৭ কার্য দিবসের মধ্যে এই কমিটি পূর্ণাঙ্গ আকারে রূপ দিয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ বরাবর পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

২০১৩ সালে সম্মেলনরে মাধ্যমে গঠিত কমিটি ১০ বছর টুঙ্গিপাড়া ছাত্রলীগের কার্যক্রম পরিচালনা করেছে। 

ইত্তেফাক/আরএজে