সিলেটে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিশেলসের বিপক্ষে এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ। শনিবার (২৫ মার্চ) দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামে বাংলাদেশ ও সিশেলসে। ম্যাচের ৪৩ মিনিটে তারিক কাজির গোলে লিড পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। বেশকিছু সহজ সুযোগ নষ্ট করে বাংলাদেশ। অন্যদিকে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলতে থাকে সিশেলসে। তবে গোলের দেখা পায় না কেউ। ম্যাচের ৩৬ মিনিটে ডান দিকে ক্রস করেন রাকিব। তবে তা চলে যায় পোস্টের বাইর দিয়ে।
ম্যাচের ৪২ মিনিটে সিশেলসের ডি বক্সের বাইরে থাকে ফ্রি কিক পায় বাংলাদেশ। ফ্রি কিক থেকে ডি বক্সে বল বাড়ান অধিনায়ক জামাল ভূঁইয়া। সেখানে সিশেলসে ডিফেন্ডারের হেড করে। সেখান থাকে বল যায় তারিক কাজির কাছে। সেখান থেকে হেড করে বল জালে জড়ান তারিক। এরপর আর কোন গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।