রোববার, ১১ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আমরা বাংলাদেশকে ভয় পাই না: অ্যাডায়ার

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ২০:১০

ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে দাঁড়াতেই পারেনি আয়ারল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট ও বল হাতে দাপট দেখিয়েছে টাইগাররা। ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আইরিশরা। টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে চায় আয়ারল্যান্ড।

শনিবার (২৫ মার্চ) অনুশীলন শেষে আইরিশ পেসার মার্ক অ্যাডায়ার গণমাধ্যমকে বলেন, ‘আমরা যেমন শৃঙ্খলাবদ্ধ থাকতে চাই, তেমনি আগ্রাসী হতে চাই। আমরা বাংলাদেশকে ভয় পাই না। আমরা ভালোভাবেই তাদের ওপর চড়াও হতে চাই। দেখা যাক কী হয়।’ 

তিনি আরও বলেন, ‘আমরা ওয়ানডে সিরিজের ফল নিয়ে হতাশ। আমরা যতটা সম্ভব ইতিবাচক থাকার চেষ্টা করছি এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। দল হিসেবে বাংলাদেশ কতটা ভালো সেটা আমরা জানি। আমরা দল হিসেবে সুযোগ দেখছি, নতুন একটা সংস্করণে যাব। আশা করি আপনারা দেখবেন, সেটি কেমন।’

ইত্তেফাক/জেডএইচ