শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘ইন্টারনাল অডিটরস রোল ইন রিস্ক বেসড অডিটিং এন্ড ফ্রড ইনভেস্টিগেশন’ শীর্ষক আইআইএবি সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৭:৩৭

দ্যা ইন্সটিটিউট অফ ইন্টারনাল অডিটরস বাংলাদেশ (আই আই এ বি) আয়োজিত ‘ইন্টারনাল অডিটরস রোল ইন রিস্ক বেসড অডিটিং এন্ড ফ্রড ইনভেস্টিগেশন’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ শে মার্চ) এফ. কে. এম. এ. বাকি অডিটরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল জনাব মোহাম্মদ মুসলিম চৌধুরী।

এসময় উপস্থিত আইআইএ ইন্ডিয়া মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফসিএ এর সাবেক সভাপতি কৃষ্ণস্বামী বিদ্যাধরন।

এ সময় উপস্থিত ছিলেন রায়হান শামসি, এফসিএ, আইআইএ বাংলাদেশের সাবেক সভাপতি, জনাব অজিত কুমার পাল, এফসিএ, সভাপতি, আইআইএ বাংলাদেশ, জনাব অমিতাভ সাহা, জেনারেল সেক্রেটারি, আইআইএ বাংলাদেশ, জনাব মোহাম্মদ ইকবাল হোসেন, সিআইএ, সিআইএসএ, সিআইএসএম, CGEIT, CSX-F, CFE, সদ্য সাবেক সভাপতি, আইআইএ বাংলাদেশ।

জনাব খোন্দকার আতিক-ই রব্বানী, এফসিএ, সাবেক সভাপতি, আইআইএ বাংলাদেশ, জনাব নন্দ দুলাল সাহা, এফসিএ, ভাইস প্রেসিডেন্ট, আইআইএ বাংলাদেশ এবং জনাব মোঃ মনোয়ার হোসেন, এফসিএ, এফসিএমএ, সিআইএসএ, এফসিএস, সিআইপিএফএ (ইউকে), সিওও, ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) আলোচনা করেন। 

সেমিনারে সরকারী ও বেসরকারী উভয় ক্ষেত্রের ১৫০ জনেরও বেশি পেশাদার এবং IIAB, ICAB, ACCA, ICMAB এবং ISACA-এর সদস্যরা অংশগ্রহণ করেন। ইফতার অনুষ্ঠানের মাধ্যমে সেমিনার শেষ হয়।

ইত্তেফাক/এএইচপি