চলতি মাসের শেষের দিকে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। বাংলাদেশ থেকে এবার আইপিএলে দল পেয়েছে তিন ক্রিকেটার। সাকিব-লিটনের সঙ্গে আছেন মুস্তাফিজুর রহমান। ভিত্তিমূল্য ৫০ লক্ষ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।
কলকাতার হয়ে খেলতে মুখিয়ে আছেন লিটন। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে লিটন বলেন, 'আইপিএলে ডাক পাওয়ার অভিজ্ঞতা হুট করে বোঝানো কঠিন। তবে এক কথায় দুর্দান্ত অনুভূতি। তাছাড়া কলকাতায় সুযোগ পাওয়া আমার ক্যারিয়ারের জন্য বড় প্রাপ্তি। খুবই ভালো লেগেছিল। আমার জন্য বড় সুযোগ। একজন বাঙালি হিসেবে কলকাতা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলব। এর চেয়ে বড় পাওয়া আর কি বা হতে পারে।'
এবারের আসরে কলকাতায় খেলবেন আরেক বাংলাদেশি ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব হাসান। এছাড়াও আছেন দুই ক্যারিবিয়ান ক্রিকেটার সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল। এই প্রসঙ্গে লিটন আরও বলেন, 'সাকিব ভাই আমার সতীর্থ। একসঙ্গে বহু বছর খেলেছি আমরা। আর আন্দ্রে রাসেল ও সুনিল নারিনও আমার বহুদিনের পরিচিত। বিপিএলে আমরা একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছি।'