শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

এলিফ্যান্ট রোডে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে 

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ২১:৪০

রাজধানীর এলিফ্যান্ট রোডে নয়তলা শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটের পাঁচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (২৭ মার্চ) রাত ৯ টা ২৩ মিনিটে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন দৈনিক ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।’

ইত্তেফাক/এএএম