মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে ৬ হাজার ১০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৮ মার্চ) সকালে পদ্মা সেতু সংলগ্ন খান বাড়ির মোড় থেকে এগুলো জব্দ করা হয়। কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্টগার্ড জানায়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জোনের বিসিজি কম্পোজিট মুন্সীগঞ্জের পদ্মা সেতু সংলগ্ন খাঁনবাড়ি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে শরীয়তপুর থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে আনুমানিক ৬ হাজার ১০০ কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় জব্দকৃত জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তকি বলেন, অভিযানে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান। মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, গরীব ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।