ভারতের এএমজি মিডিয়া নেটওয়ার্কস বাণিজ্যিক সংবাদের প্ল্যাটফর্ম ‘কুইনটিলিয়ন বিজনেজ মিডিয়া’ প্রাইভেট লিমিটেডের ৪৯ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের এক বিবৃতিতে বলা হয়, এএমজি মিডিয়া নেটওয়ার্কস গত বছর মে মাসে এই ডিজিটাল বিজনেজ প্ল্যাটফর্মটি কেনার ঘোষণা দেওয়া হয়েছিল। এখন সেই প্রক্রিয়া শেষ হয়েছে। ইতিমধ্যে গতকাল ৪৭ কোটি ৮৪ লাখ রুপি পরিশোধ করা হয়েছে।
কুইন্টিলিয়ন বিজনেস মিডিয়া বিকিউ প্রাইম নামের অনলাইন বিজনেস আউটলেটটি পরিচালনা করে। সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজ ও কুইন্টিলিয়ন মিডিয়া যৌথ উদ্যোগে এই প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করে। আগে প্ল্যাটফর্মটি (বিকিউ প্রাইম) ব্লুমবার্গ কুইন্ট নামে পরিচিত ছিল।
গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের সহযোগী সংস্থা এএমজি মিডিয়া নেটওয়ার্ক লিমিটেড এ অধিগ্রহণ সম্পন্ন করেছে। তবে এ অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছিল গত বছরই। ২০২২ সালের মে মাসে এ বিষয়ে কিউবিএলএম ও কুইন্টিলিয়ন মিডিয়ার সঙ্গে চুক্তি করে আদানির প্রতিষ্ঠান এএমজি মিডিয়া নেটওয়ার্কস।
প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য ২০২১ সালের সেপ্টেম্বরে প্রবীণ সাংবাদিক সঞ্জয় পুগালিয়াকে নিয়োগ দেন আদানি। এর আগে গত বছরের ডিসেম্বরে ভারতে বেসরকারি টেলিভিশন নিউজ চ্যানেলের পথিকৃৎ নিউ দিল্লি টেলিভিশন বা ‘এনডিটিভি’র মালিকানা কিনে নেয় আদানি গোষ্ঠী।