সিলেটের পাথর ব্যবসায়ী শামসুল মাওলার ৪টি মামলা থেকে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে অব্যাহতি দিয়েছেন আদালত। সোমবার (২৭ মার্চ) সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ থেকে তিনি খালাস পান।
এদিকে প্রতারণার মামলা খালাস হলেও অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শাহেদের জামিন স্থগিতের আদেশ দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার (২৮ মার্চ) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামান এই আদেশ দেন।
জানা যায়, সিলেটের পাথর ব্যবসায়ী শামসুল মাওলা শাহেদ করিমের বিরুদ্ধে চেক জালিয়াতি ও প্রতারণার ৪ টি মামলা করেন। পরবর্তীতে আলোচনার মাধ্যমে বাদী শামসুল মাওলাকে ২২ লাখ টাকা প্রদান করে। ফলশ্র“তিতে ব্যবসায়ী শামসুল মাওলা সোমবার আদালতে প্রতারণার মামলা প্রত্যাহারের দরখাস্ত দিলে আদালত শাহেদ করিমকে খালাস প্রদান করেন।
ব্যবসায়ী শামসুল মাওলা বলেন, অনেক কষ্টে অবশেষে টাকা পাওয়ায় খুশি।
অস্ত্র মামলায় জামিন স্থগিত
এদিকে অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাহেদের জামিন স্থগিতের আদেশ দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার (২৮ মার্চ) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামান এই আদেশ দেন।
জানা যায়, ২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরা থেকে সাহেদকে গ্রেপ্তারের পর র্যাব তাকে নিয়ে উত্তরায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার। পরে উত্তরা পশ্চিম থানায় র্যাব অস্ত্র আইনে একটি মামলা করে। একই বছরের ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র্যাব। অভিযানে করোনাভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট, রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। পরদিন ৭ জুলাই রাতে উত্তরা পশ্চিম থানায় ১৭ জনকে আসামি করে মামলা করা হয়।
এ ঘটনায় ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর অস্ত্র মামলায় সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার বিশেষ আদালত। রায়ে সাহেদকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে ওই সাজার বিরুদ্ধে সাহেদ হাইকোর্টে আপিল করে জামিন আবেদন করেন। গত বছরের ৭ জুন তাকে জামিন দেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে ওই বছরের ১২ জুন তা স্থগিত করেন আপিল বিভাগ।