কিশোরগঞ্জের নিকলীতে আবাসিক হোটেল থেকে তামান্না আক্তার নামে এক নারীর (২৮) লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হুমায়ুন মিয়া নামে ওই নারীর প্রেমিককে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ মার্চ) ১২টার দিকে উপজেলার পুরান বাজার এলাকার ‘হাওর প্যারাডাইস’ নামে এক হোটেল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
আটক প্রেমিকের নাম হুমায়ুন মিয়া। তিনি কটিয়াদী উপজেলার চারিপাড়া গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে। অপরদিকে তামান্না আক্তার কুলিয়ারচর উপজেলার জগন্নাথপুর গ্রামের ওয়াহিদ মিয়ার মেয়ে।
জানা যায়, স্বামী-স্ত্রী পরিচয়ে হুমায়ুন ও তামান্না গত ২৫ মার্চ ‘হাওর প্যারাডাইস’ হোটেলে ওঠেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। বুধবার (২৯ মার্চ) তাদের বিয়ের হওয়ার কথা ছিল। সকালে হোটেল কক্ষে তামান্না অসুস্থ হয়েছে বলে হুমায়ুন হোটেল কর্তৃপক্ষকে জানায়। পরে হোটেলের কর্মচারী সায়লা আক্তারকে দিয়ে তামান্নাকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিকলী থানার ওসি মো. মনসুর আলী আরিফ বলেন, হোটেল কর্তৃপক্ষ বিষয়টি অবহিত করলে হাসপাতাল থেকে তামান্নার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় কথিত প্রেমিক হুমায়ুনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তামান্নার স্বজনরা আসার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।