জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, নাগরিকের জন্য স্বাধীনতা উপযোগী রাষ্ট্রীয় ব্যবস্থা থাকতে হবে। অনেকে পাকিস্তান আমলের পরাধীন দেশের মতো রাজনীতি করেন। স্বাধীনতার ৫২ বছর পরেও কেউ কেউ বিভাজনের রাজনীতি করে মানুষের স্বার্থ বিরোধী নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের এই অপপ্রয়াসের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বুধবার (২৯ মার্চ) বিকালে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শেখ কামাল অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এদিন জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র প্রতিষ্ঠিত দুস্থ কল্যাণ সংস্থা’র (ডিকেএস) উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও অসহায়, দুস্থ মানুষের মধ্যে কাপড় বিতরণ করা হয়।
তিনি বলেন, স্বাধীন দেশের উপযোগী রাজনীতির কথা সবসময় বলে এসেছি। দীর্ঘ ৪০ বছর ধরে এই রাজনীতির চর্চা করি বলে এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন হয়েছে। এলাকার মানুষের স্বার্থে ঐক্যের কথা বারবার বলে এসেছি। নেতাদের দায়িত্ব হচ্ছে উন্নত জীবনযাপনের জন্য মানুষকে ঐক্যবদ্ধ করা।
তিনি আরও বলেন, রমজান মাসকে বলা হয় ধৈর্যের মাস, সংযমের মাস। এই রমজানে পৃথিবীতে যুদ্ধ চলছে, লাখ লাখ মানুষ মারা যাচ্ছে। পাশাপাশি যুদ্ধের কুফল হিসাবে আমাদের দেশে পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। যা কাম্য নয়।
জেপি চেয়ারম্যান বলেন, অন্যায়, অত্যাচার, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। এই প্রতিবাদ অধিকার আদায়ের জন্য। মাঝে মাঝে লক্ষ্য করা যায় কেউ কেউ পরিবর্তনের ধারা ব্যাহত করার অপচেষ্টা চালায়। এই ধরনের অপপ্রয়াসের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে।
সভায় জেপির ভাণ্ডারিয়া উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রাণী ধর,
জেপি’র উপজেলা কার্যনির্বাহী সভাপতি মাহিবুল হোসেন মাহিম, উপজেলা সিনিয়র সহসভাপতি মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, উপজেলা সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, ভাণ্ডারিয়া থানার ওসি মো. আসিকুজ্জামান, ইন্দুরকানী উপজেলা জেপির আহ্বায়ক ও পত্তাশী ইউপি চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার, পৌর জেপির সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিকসহ আরও অনেকে।