সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সুন্দরবনে হরিণের মাংসসহ আটক ২

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৩:২৮

সুন্দরবন থেকে হরিণের কাটা মাথা ও মাংসসহ দুজনকে আটক করেছে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বনস্টেশন অফিসের সদস্যরা। বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোর ৬টার দিকে সুন্দরবনের সাতক্ষীরার শ্যামনগরের সাবখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামে কুদ্দুস শেখের ছেলে মঈনুদ্দীন শেখ ও মৃত বেলাত গাজীর ছেলে মুজিবর গাজী।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, শিকারীর দল হরিণ শিকার করে লোকালয়ে আনার সময় টের পেয়ে কোবাতক বনস্টেশন অফিসার  ফারুক হোসেনের নেতৃত্বে বন কর্মীরা সুন্দরবনের সাবখালী এলাকা থেকে তাদের আটক করে। পরে শিকারীদের তল্লাশি করে হরিণের চারটি পা, মাথা, রান্না করা মাংস, তিনটি নৌকা ও  তিনশ মিটার হরিণ শিকারীর জন্য ব্যবহৃত ফাঁদ উদ্ধার করে বনকর্মীরা। তবে তাদের উপস্থিতি টের পেয়ে অপর চার শিকারী পালিয়ে যায়। এসময় তারা আনুমানিত ৩০ কেজির মতো হরিণের মাংস নদীতে ফেলে দেয়।

তিনি বলেন, বন্যপ্রাণী হত্যার দায়ে আটক দুই শিকারীকে বন আইনে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।   

ইত্তেফাক/আরএজে