শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

'তুরস্কে বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারেন পুতিন'

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৪:৪৯

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের আক্কুয়ু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি লোডিং অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এই হাবের একটি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান বলেন, 'আক্কুয়ু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প সফলভাবে এগিয়ে চলছে। একটি সম্ভাবনা রয়েছে যে পুতিন ২৭ শে এপ্রিল তুরস্কে আসবেন, অথবা আমরা দুইজনেই অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেব।' 

আক্কুয়ু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প

তবে সোমবার (২৭ মার্চ) ক্রেমলিন জানিয়েছে, পুতিনের তুরস্ক সফর এখনো নিশ্চিত নয় এবং এর সম্ভাবনাও কম। আক্কুয়ু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তুরস্কের প্রথম নন-স্টপ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 

২০১০ সালে তুরস্ক ও রাশিয়ার মধ্যে একটি আন্তঃসরকারি চুক্তির মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এটি সম্পন্ন হলে তুরস্কের বিদ্যুতের চাহিদার ১০ শতাংশ পূরণ করা সম্ভব হবে। বিদ্যুৎ কেন্দ্রটি এ বছরই চালু হওয়ার কথা রয়েছে।

ইত্তেফাক/ডিএস

এ সম্পর্কিত আরও পড়ুন