মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

স্বাধীনতা ও গণমাধ্যমকে অপবিত্র করবেন না: মানববন্ধনে সংস্কৃতিকর্মীরা

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৬:৪২

‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু এবং গণমাধ্যমকে অপবিত্র, অসম্মান করবেন না, দেশের মানুষ তা রুখে দেবে’ বলেছেন বীর মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিকর্মীরা। শুক্রবার (৩১ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা পরিষদ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত ‘দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী অপসাংবাদিকতার বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন’ শীর্ষক এক সমাবেশে বক্তরা এসব কথা বলেন। 

সমাবেশে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি রফিকুল আলম বলেন, ‘আমাদের মৌলিক বিষয়ের ওপর আঁচড় দিলে সহ্য করা হবে না। প্রয়োজনে মুক্তিযুদ্ধের সময়ের মতো আবারও মুখে বাঁশি নেব। কোটি কোটি দেশপ্রেমিক মানুষ স্বাধীনতার সম্মান রাখতে, গণমাধ্যমকে পবিত্র রাখতে ছুটে আসবে।' 

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘চক্রান্তকারীদের দ্বারা ব্যবহৃত হবেন না। সাংবাদিকতা পবিত্র পেশা, মিথ্যা নয় সঠিক সংবাদ পরিবেশন করুন। মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করলে ঘরে বসে থাকবো না।’

একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল বলেন, ‘স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শিশুর হাতে ১০ টাকা দিয়ে মিথ্যা সংবাদ পরিবেশনের জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। এই দেশবিরোধী মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

একুশে পদকপ্রাপ্ত শিল্পী ডা. অরূপ রতন চৌধুরী বলেন, ‘জাতিকে হেয় এবং বিভ্রান্তকারী হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সম্মান বজায় রাখতে রাষ্ট্র ও সমাজবিরোধী সাংবাদিকদের মেনে নেব না। আইন অনুযায়ী এ ধরনের অপরাধের বিচার হবে।’

সমাবেশে স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন টয়েলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পরিষদ সভাপতি জিন্নাত আলী জিন্না, আওয়ামী লীগ নেতা এমএ করিম, সৌদি আরব আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আনিসুর রহমান, অভিনয় শিল্পী তানভীন সুইটিসহ আরও অনেকে।

ইত্তেফাক/এবি/এএএম