পঞ্চগড়ে শিক্ষা প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণার অভিযোগে জ্যোতিস চন্দ্র রায় (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে সদর উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৩১ মার্চ) রংপুরে র্যাব-১৩ কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ বশির সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত জ্যোতিস পঞ্চগড়সহ দেশের বিভিন্ন জেলার সহজ-সরল মানুষকে সরকারি চাকরি দেওয়ার কথা বলে মোটা অংকের অর্থ হাতিয়ে নিতো। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের মাসুদ আলী নামে একজনকে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধাপে ৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রীর স্বাক্ষর নকল করে ভুয়া নিয়োগপত্র দেয়।
পরবর্তীতে মাসুদ আলী নিয়োগপত্রটি ভুয়া বুঝতে পেরে দিনাজপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি প্রতারণা মামলা করেন। এরই সূত্র ধরে অভিযান চালিয়ে অভিযুক্ত জ্যোতিস চন্দ্রকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৩ কার্যালয়ে সহকারী পরিচালক মাহমুদ বশির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জ্যোতিস চন্দ্র প্রতারণার কথা স্বীকার করেছে।