শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মানুষ যেন সুখে থাকে সবার প্রার্থনা করা উচিত: আনোয়ার হোসেন মঞ্জু

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ২০:১৫

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, ‘সমাজ ও দেশের শান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করতে পারে আমাদের এমন নেতৃত্ব প্রয়োজন। সবার প্রচেষ্টা থাকতে হবে যেন সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে। বিশ্বজুড়ে যুদ্ধের প্রভাব থেকে এদেশ মুক্ত নয়। এ সংকট নিরসনের জন্য আন্তর্জাতিকভাবে উদ্যোগ নেওয়া জরুরি। মানুষ যেন সুখে থাকে তার জন্য সবার প্রার্থনা করা উচিত।’ 

শুক্রবার (৩১ মার্চ) বিকালে পিরোজপুরের কাউখালী উপজেলা জেপ’র এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেপি চেয়ারম্যান বলেন, পৃথিবীতে শান্তি থাকুক বা না থাকুক আমাদের এলাকায় শান্তি রয়েছে। আগামী দিনেও এ শান্তি বজায় থাকবে। সবসময় বলে এসেছি এলাকার উন্নয়নের জন্য সর্বপ্রথম প্রয়োজন মানুষের  মধ্যে ঐক্য। কাউখালীসহ দক্ষিণাঞ্চলের যথেষ্ট উন্নয়ন হয়েছে। এখনো অনেক কাজ বাকি। অনিয়ম ও দুর্নীতির কারণে উন্নয়ন ব্যাহত হয়। একটি স্বাধীন দেশে যা কাম্য নয়। আমাদের এ মনোভাব ত্যাগ করতে হবে। 

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের প্রতি অনেক সহানুভূতিশীল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন সেজন্য দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টে যেকোনো অপপ্রয়াস মোকাবিলা করতে হবে। 

দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, নেতাদের মধ্যে কোনো বিরোধ নেই। কর্মীরা যারা অঘটন ঘটান আমরা তার শিকার হই। তাই কর্মীদের ধৈর্য্য ও সংযমী হতে হবে। বর্তমানে সংযমের মাস চলছে। রমজানের মর্যাদা বজায় রাখা উচিত।  

সভায় কাউখালী উপজেলা জেপির ভারপ্রাপ্ত সভাপতি ও শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা, ওসি মো. জাকারিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট একেএম আব্দুস শহিদ,  উপজেলা জেপির সাধারণ সম্পাদক মনজুরুল মাহফুজ পায়েল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ লিটন, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউল হাসান জুয়েল, কাউখালী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, চিড়াপাড়া পারসাতুরিয়া ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টুসহ আরও অনেকে।

 

ইত্তেফাক/এবি/পিও