মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১২:৪১

ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্বসাহিত্য কেন্দ্রে মুক্তিযোদ্ধা চিকিৎসকদের সম্মাননা প্রদান করা হয়।

শনিবার (১ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, প্রতিবারের মতো ধারাবাহিকতায় এবার মুক্তিযোদ্ধা চিকিৎসক মেজর জেনারেল (অব.) ডা. এম শাহজাহান এবং শহীদ ডা. সুলেমান খানকে সম্মাননা পান।

ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্টের সভাপতি অধ্যাপক ডা. এম আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ডা. সারোয়ার আলী, সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব এবং ডাকসুর সাবেক সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। 

ডা. সুমাইয়া শওকতের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. এম. এইচ. ফারুকী, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ উপ-পরিষদ চেয়ারম্যান ডা. শামসুদ্দিন আহমেদ, সদস্য সচিব ডা. রোখসানা দিল আফরোজ, এবং ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যাপক ডা. কাজী কামরুজ্জামান।

ইত্তেফাক/আরএজে