ঢাকাকে দূষণমুক্ত করার মাধ্যমে প্রকৃতি ও পরিবেশ রক্ষার ভাবনায় সমাবেশ করেছে ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা। গত রবিবার রেমিয়ান্স নেচার অ্যান্ড আর্থ ক্লাব 'ডিআরএমসি আলফা ন্যাশনাল নেচার অ্যান্ড আর্থ কনফারেন্স' আয়োজন করে, যেখানে ঢাকার পরিবেশের সুরক্ষা নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা।
বিজেএমসির প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা ড. মুবারক আহমেদ খান এই কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইন ইনকরপোরেটের ফাউন্ডার ড. কাশফিয়া আহমেদ। এছাড়া ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ আলোচনায় সভাপতিত্ব করেন। এছাড়া রেমিয়ান্স নেচার অ্যান্ড আর্থ ক্লাবের চিফ কোঅর্ডিনেটর মোহাম্মদ নুরুন্নবী এবং ক্লাব মডারেটর মো. ফরহাদ হোসেনও এতে বক্তব্য দেন।
প্রধান অতিথি ড. মুবারক আহমেদ খান তাঁর বক্তব্যে ঢাকার পরিবেশের বর্তমান অবস্থা তুলে ধরেন। বায়ু দূষণ, শব্দ দূষণ ও পানি দূষণসহ নানা সমস্যা জর্জরিত ঢাকাকে বদলাতে হলে করণীয় কী- তা তুলে ধরেন তিনি। শিক্ষার্থীদের সঙ্গে এ বিষয়ে তিনি উন্মুক্ত আলোচনা করেন।
ড. কাশফিয়া আহেমদ বলেন, পরিবেশ দূষণ রোধে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। নিজে সচেতন হতে হবে, অন্যকেও সচেতন করে তুলতে হবে। সব শ্রেণিপেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় পরিবেশ দূষণবিরোধী পদক্ষেপ নেওয়ার মাধ্যমে ঢাকাকে বদলানো সম্ভব।
কনফারেন্স উপলক্ষে রেমিয়ান্স নেচার অ্যান্ড আর্থ ক্লাব বেশ কয়েকটি ইভেন্ট আয়োজন করে। প্রকৃতি নিয়ে শিক্ষার্থীদের চিন্তাধারা তুলে ধরা, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন এবং ওপেন কুইজ অন্তর্ভুক্ত ছিল এতে। এছাড়া অনলাইনে আয়োজন করা হয় পরিবেশবিষয়ক অলিম্পিয়াড, যেখানে অংশ নেয় কলেজের প্রায় ৫ হাজার শিক্ষার্থী।
নেচার অ্যান্ড আর্থ কনফারেন্সের এই আয়োজনে মিডিয়া পার্টনার ছিল ইত্তেফাক প্রজন্ম।