শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সাকিব-লিটনকে নিয়েই টেস্ট দল ঘোষণা

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ২০:৪৩

বেশ কিছুদিন ধরেই দেশের ক্রিকেটে চর্চা হচ্ছিলো এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সাকিব-লিটনের এনওসি পাওয়া নিয়ে। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট থাকায় এই দুই ক্রিকেটারকে এনওসি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তেই অটল থাকলো বিসিবি। সাকিব-লিটনকে নিয়েই টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি।

শনিবার (১ এপ্রিল) সাকিবকে অধিনায়ক করে ১৪ সদস্যের টেস্ট দল ঘোষণা করে বিসিবি। মঙ্গলবার (৪ এপ্রিল) থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্টটি। দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়। ইনজুরির কারণে দলে নেই ব্যাটার জাকির হাসান।

বাংলাদেশের ১৪ সদস্যের টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মো. শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়।

ইত্তেফাক/জেডএইচ