ইরান থেকে আসা একটি ‘জঙ্গি দলের’ হামলায় পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর চার সদস্য নিহত হয়েছে। পাকিস্তানের দক্ষিণপশ্চিমের প্রদেশ বালুচিস্তানে কেচ জেলায় ওই হামলার ঘটনা ঘটে বলে জানায় দেশটির সেনাবাহিনী। খবর বিবিসি।
পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ভবিষ্যতে এ ধরণের ঘটনা প্রতিরোধে তারা ইরানি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে।
তবে, এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।
বালুচিস্তানে ইরানের সঙ্গে পাকিস্তানের দীর্ঘ সীমান্ত রয়েছে। যে সীমান্তের কিছু কিছু অংশ অরক্ষিত। বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী কয়েকটি গ্রুপের সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর কয়েক দশক ধরে লড়াই চলছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, জঙ্গিরা নিহত চার সেনাসদস্যের অস্ত্র নিয়ে গেছে। সেনাবাহিনী থেকে নিহত চার সেনাসদস্যের নাম-পরিচয় এবং ছবি প্রকাশ করা হয়েছে। তাদের একজন কর্পোরাল, একজন ল্যান্স-কর্পোরাল এবং দুইজন চুক্তিভিত্তিক রক্ষী।
এর আগে, গত মাসে বালুচিস্তানে একটি আত্মঘাতী বোমা হামলায় নয় পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা নিহত এবং ১৩ জন আহত হন।