কদিন আগেই পর্তুগাল জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কুয়েতের বাদের আল মুতাওয়ার (১৯৬ ম্যাচ) রেকর্ডটি ভেঙে রোনালদো লিখেছেন নতুন করে। লিখটেনস্টেইনের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়েই সর্বোচ্চ ১৯৭ ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়েন তিনি। ম্যাচ শেষে পর্তুগাল জাতীয় দলের সতীর্থদের সঙ্গে রেকর্ডটা উদযাপনও করেন।
অনন্য ওই কীর্তির জন্য পর্তুগিজ সুপারস্টারকে উৎসব-উদযাপনে মাততে হলো আরো একবার। তার ক্লাব আল নাসরও যে কেক কেটে উদযাপন করল তার রেকর্ড। তো ক্লাব উদযাপন করলে রোনালদো কি সেই আনন্দে শরিক না হয়ে পারেন।
জাতীয় দলের দায়িত্ব পালন শেষে ক্লাবে ফিরেই রোনালদো দেখতে পান, কেমন একটা উৎসব উৎসব পরিবেশ। ঘোর কেটে গিয়ে সবকিছু পরিস্কার হতেও সময় লাগেনি তার। রোনালদো দ্রুতই বুঝতে পারেন, আল নাসর ক্লাবের উৎসবমুখর পরিবেশটা তার রেকর্ড উদযাপনের জন্যই। পরে ক্লাব কর্তা, সতীর্থ, সমর্থকদের সঙ্গে মিলে আরেকবার উদযাপন করেছেন সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডটি।
আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি অনেক আগেই নিজের করে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের সেই রেকর্ডটা বড় করার পথেই এবারের আন্তর্জাতিক উইন্ডোতে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডটাও নিজের করে নিয়েছেন। ২০২৪ ইউরো বাছাইয়ে লিখটেনস্টেইনের বিপক্ষে রেকর্ডটা গড়ার পর লুক্সেমবার্গের বিপক্ষেও একটা ম্যাচ খেলেছেন রোনালদো। ফলে পর্তুগাল জাতীয় দলের হয়ে তার খেলা ম্যাচের সংখ্যা এখন ১৯৮টি।