ভোলার বোরহানউদ্দিন সরকারি হাইস্কুল সংলগ্ন খালের তীরে ভাসছে তিন শিক্ষাতরী। এসব তরীতে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রোববার (২ এপ্রিল) এই তিন শিক্ষাতরীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক।
মূলত শিক্ষার্থীদের কাছে বিজ্ঞান ও গণিতকে আরও সহজ করে তুলে ধরা এবং তাদের মূল্যবোধ গঠনই এই উদ্যোগের লক্ষ্য। ব্র্যাকের ৫০ বছর পূর্তি উপলক্ষে এর আয়োজন করে প্রতিষ্ঠানটি। গত কয়েকদিন ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছুটে যাচ্ছে এসব তরীতে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক বলেন, আমাদের ভবিষ্যত প্রজন্ম আদর্শ জাতি হিসেবে গড়ে ওঠার জন্য এই তিনটি শিক্ষাতরী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষাতরীতে বিজ্ঞানমনস্ক শিক্ষার্থী তৈরি, গণিত ভীতি কাটানোর পাশাপাশি নৈতিক মূল্যবোধ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন শিক্ষকরা। এটি ভালো উদ্যোগ। তিনি বলেন, সরকারিভাবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এমন উদ্যোগ গ্রহণ করতে পারলে শিক্ষার্থীরা অনেক উপকৃত হতেন।
এনজিও সংস্থা ব্র্যাক এর শিক্ষা কার্য়ক্রমের প্রোগ্রাম সংগঠক মো সোহেল জানায়, বর্ণিল ও মজাদার উপকরণে সাজানো নৌকা তিনটি সুনামগঞ্জের তাহিরপুর গ্রাম থেকে যাত্রা করে। বিভিন্ন জেলা উপজেলার পার করে বর্তমানে দ্বীপজেলা ভোলার বোরহানউদ্দিনে অবস্থান করছে।
তিনি আরও জানান, তিনটি তরীতে ২০ জন করে ৬০ জন শিক্ষার্থী শিক্ষা নিচ্ছে। এতে তাদের সহায়তা করবেন ৬ জন শিক্ষিক। নৌকাগুলো ২৯ মার্চ থেকে শুরু করে ১০ দিন পর্যন্ত এখানে অবস্থান করবে।শারীরিক প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের সুবিধার্থে নৌকায় ওঠানামার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।
শিক্ষার্থী তাজবী করিম, জারিফ, নওরীন, মুনজেরিন, আনিশা জানান, আমরা শিখছি কীভাবে দিন-রাত হয়, ভারী জিনিস কীভাবে ওপরে উঠাতে হয়। প্রতিফলন কীভাবে হয়। দূরের জিনিস কীভাবে কাছে দেখা যায়।নৌকায় উঠে আমরা খুব মজা পাইছি।
শিক্ষিকা মুনতাহানা ফারহান, মুমতাহিনা নিবিড়, আয়েশা ছিদ্দিকা, লামিয়া বলেন, বিভিন্ন উপকরণ ব্যবহার করে আনন্দঘন পরিবেশে শিক্ষাদান করা হচ্ছে। শিক্ষাথীরা আন্তরিকভাবে গ্রহণ করছে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল হায়দার, প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন বলেন, এর মাধ্যমে শিক্ষাথীরা গণিতের এবং বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহী হবে।