বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতে সামরিক স্টেশনে 'গোলাগুলি', নিহত ৪ 

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১২:০৩

ভারতীয় সীমান্ত প্রদেশ পাঞ্জাবের এক সামরিক স্টেশনে 'গোলাগুলির' ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল-জাজিরার।  

সেনাবাহিনী আরও জানিয়েছে, ইতোমধ্যে তল্লাশি অভিযান শুরু হয়েছে। আজ বুধবার ভোর নাগাদ ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, কুইক রিঅ্যাকশন টিম মোতায়েন করা হয়েছে এবং অঞ্চলটি ঘিরে ফেলা হয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির এক প্রতিরক্ষা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, অজ্ঞাত সংখ্যক বন্দুকধারী ভাথিন্ডা সামরিক স্টেশনে এখন ধরাছোঁয়ার বাইরে। তাদের কাছে অস্ত্রবারুদ আছে।

এ ছাড়া বিবৃতিতে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় বুধবার ভোর ৪ টা ৩৫ মিনিটে এ  হামলার ঘটনা ঘটেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজধানী নয়াদিল্লি থে‌কে প্রায় ছয় ঘণ্টার পথ উত্তরে অবস্থিত এই সামরিক স্টেশন। 

সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে, সামরিক স্টেশনে কর্মকর্তাদের মেসের ভেতরে গুলির ঘটনা ঘটেছে।  ভাথিন্ডার সিনিয়র পুলিশ সুপার জিএস খুরানা বলেছেন, সামরিক স্টেশনের বাইরে পুলিশের একটি দল অপেক্ষা করছে। সেনাবাহিনী এখনো তাদের প্রবেশের অনুমতি দেয়নি।

ইত্তেফাক/এসআর