শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

ড্রেনের মাঝে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণ কাজ

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৯:২৩

কুমিল্লার চৌদ্দগ্রামে ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার বাইপাস সড়কের ফালগুনকরা এলাকার লক্ষণ সূত্রধর ও আবু তাহের মাস্টারের বাড়ি সংলগ্ন ড্রেনে তিনটি বিদ্যুতের খুঁটি রেখেই কাজ চলমান রয়েছে। 

এলাকাবাসীর দাবি, এতে করে ড্রেনের পানি নিষ্কাশনে বিঘ্ন ঘটবে। এলাকাবাসী দাবির পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে ড্রেনের নির্মাণ কাজ বন্ধ থাকলেও আবার বিদ্যুতের খুঁটি রেখেই নির্মাণ কাজ চালাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান।  

জানা গেছে, পৌর মেয়র জিএম মীর হোসেন গত বছরের ২২ জানুয়ারি বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক পশ্চিম বাইপাস সড়কের ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন। সড়কের ফালগুনকরা এলাকার লক্ষণ সূত্রধর ও আবু তাহের মাস্টারের বাড়ি সংলগ্ন ড্রেনে তিনটি বিদ্যুতের খুঁটি রেখেই কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ফাতেমা ট্রেডার্স। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে দীর্ঘ ১ বছরেরও বেশি সময় ধরে নির্মাণ কাজ বন্ধ ছিল। সম্প্রতি ড্রেনের মাঝে বিদ্যুতের তিনটি খুঁটি রেখেই নির্মাণ কাজ আবারও শুরু করা হয়। 

স্থানীয়দের দাবি, দ্রুত বিদ্যুতের খুঁটি সরিয়ে ড্রেনের কাজ করা হোক। এছাড়া অনেকের বাড়ির সামনে রাস্তার পাশে সীমানা প্রাচীর সরানোর জন্য বারবার পৌর কর্তৃপক্ষ নির্দেশনা দিলেও সীমানা প্রাচীর সরাচ্ছে না। এতে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ বিলম্ব হচ্ছে।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শাহীন শার হোসেন বলেন, রাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থার কাজ গত অর্থবছরে শুরু হয়েছে। তবে এলাকার লোকজন বিদ্যুতের খুঁটি থেকে পূর্ব দিকে জায়গা না দেওয়ায় ড্রেনেজ কাজের বিলম্ব এবং ব্যাঘাত ঘটছে। এ বিষয়টি দেখার জন্য প্রকল্প পরিচালক নুর হোসেনকে কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দিয়েছেন। কিন্তু পৌরসভার পক্ষ থেকে জনগণের কল্যাণে বিদ্যুতের খুঁটিগুলো স্থানান্তর করতে দেরি হওয়ায় কাজ শেষ করতে দেরি হচ্ছে। 

ঠিকাদারি প্রতিষ্ঠান ফাতেমা ট্রেডার্সের মো. মামুন বলেন, খুঁটি সরিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কিছু সময় লাগতে পারে। 

চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন বলেন, তিনটি খুঁটি সরিয়ে নেওয়ার জন্য ওয়াপদার আবাসিক প্রকৌশলীকে বলা হয়েছে। 

পিডিবির চৌদ্দগ্রাম আবাসিক প্রকৌশলী ওহিদুর রহমান বলেন, বিষয়টি সম্পর্ক আজকে জানতে পেরেছি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এবি/পিও
 
unib