মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ইংরেজি শেখাচ্ছে 'ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ড'

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১৫:১৯

ইংরেজি ভাষার প্রশিক্ষক ও সামাজিক উদ্যোক্তা ইলিয়াস হোসেন। ২০২০ সালে 'ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ড' প্রতিষ্ঠিত হয়। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের পাশাপাশি অফলাইন ক্লাসের মাধ্যমে কখনো ইংলিশ ওয়ার্ল্ড শেখাচ্ছে দ্রুততম ইংরেজি বলার কৌশল। কখনো আবার তিনি বুঝিয়ে দিচ্ছেন কর্পোরেট ইংরেজির ফিরিস্তি।

ইংরেজি যেহেতুে একটি আন্তর্জাতিক ভাষা, তাই ছোটবেলা থেকেই এ ভাষা শেখার প্রতি তার খুব আকর্ষণ কাজ করত। ইংরেজি ভাষা শিখতে ও শেখাতে দুটোই খুব ভালো লাগত। যেহেতু  বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে  ইংরেজি শেখার কোনো বিকল্প নেই, তাই নিজেকে এগিয়ে নেওয়ার পাশাপাশি দেশের তরুণ সমাজের জন্য কিছু করার প্রয়াস থেকেই ইংরেজি শেখানোতে কাজ করে যাচ্ছেন তিনি। ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ড মূলত একটি ইংরেজি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র। যেখানে ছোট-বড় সবার ইংরেজি ভাষায় দক্ষতা উন্নয়নে ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ড কাজ করে যাচ্ছে। মানুষকে সহজ, সুন্দর ও সাবলীল ভাষায় ইংরেজি শিখতে সাহায্য করছে।

ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ডের যাত্রাটা কীভাবে শুরু হয়েছিল, সে ব্যাপারে তিনি বলেন, 'ইংরেজি ভীতির উল্লেখযোগ্য মূল কারণ হলো, আমরা ইংরেজিটা শিখি শুধুমাত্র গ্রামার হিসেবে। আমাদের দেশের বেশির ভাগ ছাত্র-ছাত্রীর দৌড় হলো টেন্স, গ্রামার, ন্যারেশন, আর্টিকেল, প্রিপজিশন পর্যন্ত। কিন্তু আমরা ইংরেজিকে যদি ভাষা হিসেবে শিখতাম তবে ভালো হতো। যেমন একটি ভাষার চারটি অংশ- স্পিকিং, লিসেনিং, রিডিং এবং রাইটিং।'

'আমরা যদি ছোটবেলা থেকেই এ চারটা স্কিল ডেভলপ করার জন্য সময় ব্যয় করি তাহলে খুব সহজেই আমরা ইংরেজি ভাষা শিখতে পারব এবং ইংরেজি ভীতি দূর করতে পারব। যেহেতু চাকরি, ব্যবসা, উচ্চশিক্ষা সহ সর্বক্ষেত্রে ইংরেজি ভাষার প্রচলন ও ব্যবহার সবচেয়ে বেশি, তাই আমাদেরকে ক্যারিয়ারে ভালো করতে হলে ইংরেজি শেখার কোনো বিকল্প নেই।  সেই সাথে সার্টিফিকেট অর্জন করার পাশাপাশি আমরা নিজেদের স্কিলগুলো ডেভলপ করব। বর্তমান যুগে যাদের ইংরেজিতে কথা বলার স্কিল, প্রেজেন্টেশন কিংবা পাবলিক স্পিকিং স্কিলস অথবা আইটি নলেজ থাকে তাদেরকে বলা হচ্ছে গ্লোবাল সিটিজেন। তাই আমাদের দেশ ও নিজেদেরকে এগিয়ে নিতে হলে ইংরেজি শেখার কোনো বিকল্প নেই।'

ইত্তেফাক/এসটিএম

এ সম্পর্কিত আরও পড়ুন