মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সুস্থ সমাজ গড়ার ফেরিওয়ালা

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১৫:৩২

চাকচিক্যময় নগরীতে পড়াশোনা করছেন একদল তরুণ-তরুণী।  যাদের স্বপ্ন সুস্থ পৃথিবী গড়া। শুধু নিজের উন্নয়ন নয়, বরং দেশ ও বিদেশে স্বাস্থ্য সচেতনতায় অগ্রণী ভূমিকা রেখে চলেছেন এ  শিক্ষার্থীরা। মানুষের স্বাস্থ্য উন্নয়নে হেলথ ক্যাম্পিং, স্ক্রিনিং প্রোগ্রাম, ওয়েলনেস প্রোগ্রাম, ডায়াবেটিস পরীক্ষা, সুরক্ষা সামগ্রী বিতরণী, সচেতনতামূলক সভা-সেমিনার সহ তারা নানা কর্মসূচি পালন করে থাকেন বছর জুড়ে। এছাড়াও তারা বিশ্ব স্বাস্থ্য পর্যবেক্ষণ করছেন।

গল্পটার শুরু ২০১৮ সালে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে পাবলিক হেলথ অ্যান্ড সায়েন্সেস ক্লাব। 'একটি সুস্থ সমাজ গড়ে তুলি' প্রতিপাদ্যে কয়েকজন শিক্ষার্থী কাজ শুরু করেন। বর্তমানে যার সদস্য সংখ্যা ৬ শতাধিক। শিক্ষক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক ড. এজাজ বিন শরীফ।

সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে তিন শতাধিক শিক্ষার্থীকে ভোক্তা অধিকার আইনের ওপর প্রশিক্ষণ দেয় ক্লাবটি। নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করে তারা।

ক্লাবটি স্বাস্থ্য বিজ্ঞান সম্পর্কিত হলেও এখানে সকল অনুষদের শিক্ষার্থীরাই কাজের সুযোগ পায়। বিবিএ বিভাগের শিক্ষার্থী ওয়ালিদ হোসেন রাজ বর্তমানে ক্লাবটির সভাপতি।

রাজ বলেন, 'আমাদের গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো  মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো। এর পাশাপাশি আমরা নানা ধরনের কার্যক্রম করে থাকি।' যুগ্ম সম্পাদক সৈয়দ ফারহান লাবিব বলেন, 'আমরা মাঝেমধ্যেই জনসচেতনতামূলক নানা ধরনের পোস্টার তৈরি করি। গণমাধ্যমে প্রচারের জন্য আমাদের গ্রাফিক্স টিম কাজ করে।'

করোনাকালে ফ্রি মেডিকেল ক্যাম্পিং, মাস্ক বিতরণ সহ নানাভাবে অসহায়দের পাশে দাঁড়িয়েছে এ ক্লাবের সদস্যরা।

ইত্তেফাক/এসটিএম