শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উ. কোরিয়ার নৌযান সমুদ্রসীমা অতিক্রম করায় গুলি চালালো দ. কোরিয়া

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৬:৩০

সমুদ্রসীমা লঙ্ঘন নিয়ে দুই কোরিয়ার মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার একটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুড়ে ফেরত পাঠিয়েছে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সমুদ্রসীমা লঙ্ঘন নিয়ে দুই কোরিয়ার মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে।

সিউলের দাবি, পিয়ংইয়ংয়ের জাহাজটি শনিবার (১৬ এপ্রিল) চীনের একটি মাছ ধরার জাহাজকে ধাওয়া করার সময় তাদের জলসীমা অতিক্রম করে। এ সময় সতর্কতামূলক গুলি ছুড়ে জাহাজটিকে ফেরত পাঠানো হয়।

তবে, ফেরার সময় দক্ষিণ কোরিয়ার জাহাজটির সঙ্গে চীনের মাছ ধরার জাহাজের সংঘর্ষ হয়। এতে দক্ষিণ কোরিয়ার কয়েকজন ক্রু আহত হন। জানা গেছে, শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে চীনের মাছ ধরার জাহাজটি তথাকথিত নর্দার্ন লাইন অতিক্রম করে।

পিয়ংইয়ংয়ের জাহাজটি শনিবার (১৬ এপ্রিল) চীনের একটি মাছ ধরার জাহাজকে ধাওয়া করার সময় তাদের জলসীমা অতিক্রম করে।

এরপর উত্তর কোরিয়ার যুদ্ধজাহাজগুলো তাকে ধাওয়া করে। তবে এই সাধনায় তারা নিজেরাই দক্ষিণ কোরিয়ার সমুদ্রসীমা অতিক্রম করায় এই জটিলতা তৈরি হয়েছে। পিয়ংইয়ংয়ের সামরিক জাহাজের অনুপ্রবেশকে হুমকি হিসেবে আখ্যায়িত করেছে সিউল।

ইত্তেফাক/ডিএস