শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ওয়ারীতে ভবনের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ০৯:০১

রাজধানীর ওয়ারীর পুলিশ ফাঁড়ির সামনে একটি ছয় তলা ভবনের দোতলায় মধ্যরাতে আগুর লাগার ঘটনা ঘটে। এর ৪৫ মিনিট পর ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে এই আগুন লাগার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও আটটি ইউনিট যোগ হয়ে মোট দশটি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান শিকদার জানান, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় রাত ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পোস্ট অফিসের গলিতে পুলিশ ফাঁড়ির সামনে হঠাৎ ট্রান্সফরমার ব্লাস্ট হয়। এরপর সামনে থাকা বেবিশপ নামের শোরুমে ধোঁয়া দেখা যায়। পরে আগুন দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে।

সম্প্রতি রাজধানীতে বেশ কয়েকটি আগুল লাগার ঘটনা ঘটছে। ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজারে আগুন লেগে পুড়ে যায়। ১৩ এপ্রিল পুরান ঢাকার নবাবপুর রোডে আগুন লেগে টিনশেডের ২০টি গুদাম পুড়ে যায়। শনিবার (১৫ এপ্রিল) ভোরে নিউ সুপার মার্কেটে আগুন লাগে। সর্বশেষ সোমবার (১৭ এপ্রিল) উত্তরার হাউজবিল্ডিং এলাকায় বিজিবি মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে।

ইত্তেফাক/আরএজে