বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গানারদের আরও কঠোর হতে বললেন আর্তেতা

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৪:২৫

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) চলতি মৌসুমের শুরু থেকে দুর্দান্ত ফর্মে রয়েছে আর্সেনাল। ১৯ বছর পর মিকেল আর্তেতার দলের সামনে শিরোপা জেতার হাতছানি। তবে গত কয়েকদিনে বেশ কিছু পয়েন্ট খুইয়ে শিরোপা অধরাই থেকে যাওয়ার শঙ্কা পেয়ে বসেছে গানারদের। কয়েক পয়েন্ট হারানোর পর এবার গেম পরিচালনায় উন্নতির উপর গুরুত্বারোপ করেছেন আর্সেনালের কোচ মাইকেল আর্তেতা। তার মতে প্রিমিয়ার লিগে ১৯ বছরের শিরোপা খরা দূর করতে হলে গানারদের আরো কঠোর হতে হবে।

টানা দুই সপ্তাহ পয়েন্ট নষ্ট করেছে আর্সেনাল। এই সময় তারা ২ গোলে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও ২-২ গোলে ড্র করেছে ওয়েস্ট হ্যাম ও লিভারপুলের সঙ্গে। আর্তেতা বলেন, ‘প্রতিপক্ষ দলকে হারানোর জন্য আমাদের খুনে  মানসিকতা প্রয়োজন। একটি দল যখন আপনাকে হারানোর চেষ্টা করবে তখন আপনাকে তাদের হারাতে হবে। আজ (গতকাল) আমরা যেটি করতে পারিনি।’    
   
দল কি তবে চাপে পড়তে শুরু করেছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আর্তেতা ব্যাখ্যা করে বলেন, দলের ব্যবস্থাপনায় ঘাটতি দেখা দিয়েছে এটিই মূল কারণ। তিনি বলেন, ‘আমি যখন একটি দলকে শুরু থেকেই আগের মতো ছন্দ নিয়ে খেলতে দেখি এবং ২-০ গোলে এগিয়ে যেতে দেখি, তখন বুঝতে হবে তাদের মধ্যে কোন চাপবোধ নেই। এই মুহুর্তে ম্যাচের প্রয়োজনের বিষয়টি বুঝতে আমাদের ভুল হয়েছে।’ 

লন্ডন স্টেডিয়ামের খেলার ফল বিশ্লেষন করলে দেখা যাবে আর্সেনাল হচ্ছে এই টুর্নামেন্টের পঞ্চম দল যারা চারবার ২-০ গোলের লিড নিয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। এখন পর্যন্ত চারবার এগিয়ে গিয়েও ড্র করেছে আর্সেনাল। এই ক্ষেত্রে তাদের চেয়ে একমাত্র দল হিসেবে এগিয়ে রয়েছে ব্রেন্টফোর্ড। যারা ৫ বার এমনটি করেছে। 

ইত্তেফাক/এসএস