রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বাবরকে নেতৃত্ব ছাড়তে বললেন শোয়েব মালিক

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ২০:৩৪

বেশ কিছু দিন ধরে বেশ আলোচনা-সমালোচনা চলছে বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে। কিছুদিন আগেই টি-টোয়েন্টিতে বাবরের পরিবর্তে পেসার শাহীন আফ্রিদিকে অধিনায়ক করার কথা বলেছিলেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। এবার বাবরকে অধিনায়কত্ব ছাড়তে বললেন পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

অধিনায়কত্ব ছাড়লে বাবর আরও অনেক রেকর্ড গড়তে পারবেন বলে মনে করেন এই অলরাউন্ডার। ব্যাটিংয়ে উন্নতির কথা মাথায় রেখেই নেতৃত্ব ছাড়া উচিত বলে মনে করেন মালিক। তিনি বলেন, 'বাবর আজম একজন অসাধারণ ব্যাটার। কিন্তু তার নেতৃত্বগুণ ও ব্যাটিং সামর্থ্যকে একই জায়গায় রেখে আমরা ভুল করছি।' 

শোয়েব মালিক।

অধিনায়কত্ব ছাড়ার পর শচীন টেন্ডুলকার কীভাবে একের পর এক রেকর্ড গড়েছেন তা উল্লেখ করে মালিক আরও বলেন, 'নেতৃত্ব ছাড়লে তার (বাবর) ওপর শুধু ব্যাটিংয়ের চাপ থাকবে, যার ফলে বাবর আন্তর্জাতিক পর্যায়ে আরও অনেক রেকর্ড গড়তে পারবে।’

 

ইত্তেফাক/জেডএইচ