বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সরকারি বাংলো ছেড়ে যাচ্ছেন রাহুল গান্ধী

আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১০:৩২

দিল্লির সরকারি বাংলো ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোদির উপাধি নিয়ে মন্তব্যের কারণে মানহানি মামলার রায় স্থগিতের আবেদন আদালত প্রত্যাখ্যান করার কয়েক ঘণ্টা পরে তিনি এই সিদ্ধান্ত নেন। শনিবার (২২ এপ্রিল) সকালেই দিল্লির তুঘলক লেনের বাংলো থেকে বেরিয়ে যাবেন তিনি। সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, রোববারের (২৩ এপ্রিল) মধ্যে বাড়ি খালি করার চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করেছে লোকসভার হাউজিং প্যানেল। লোকসভার সদস্য হিসেবে রাহুল ২০০৫ সাল থেকে এই বাংলোতে বসবাস করছিলেন। 

শনিবার (২২ এপ্রিল) সকালেই দিল্লির তুঘলক লেনের বাংলো থেকে বেরিয়ে যাবেন তিনি।

ভারতের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী মানহানি মামলায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ৫২ বছর বয়সী রাহুলকে। এরপর লোকসভার সদস্য পদ থেকে তাকে অযোগ্য ঘোষণা করা হয়। গত ২৩ মার্চ গুজরাটের সুরাট জেলার একটি ম্যাজিস্ট্রেট আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করে। 

এরপর ২৭ মার্চ বাংলো খালি করার নোটিশ পান রাহুল। সুরাটের আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ৩০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। ফলে লোকসভার সদস্যপদ ফিরে পাওয়ার তার পথ আপাতত বাধাগ্রস্ত।

ট্রাকে করে রাহুলের বাসা থেকে সব জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে।

রাহুল সরকারি বাড়ি খালি করতে রাজি হওয়ার পর বেশ কয়েকজন কংগ্রেস নেতা তাকে থাকার জন্য একটি বাড়ি দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু রাহুলের অফিস থেকে জানানো হয়েছে, তিনি সরকারি বাংলো ছেড়ে দিল্লির ১০ জনপথে তার মা সোনিয়া গান্ধীর বাংলোতে চলে যাবেন।

ইত্তেফাক/ডিএস