মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রশিদ খানের রেকর্ড ভাঙলেন লামিচানে

আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১৭:৫৫

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১শ উইকেট শিকারে বিশ্বরেকর্ড গড়লেন নেপালের লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানে। এত দিন এই রেকর্ডের মালিক ছিলেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান।

শুক্রবার (২১ এপ্রিল) এসিসি প্রিমিয়ার কাপের সপ্তম ম্যাচে ওমানের বিপক্ষে ম্যাচে ৮ ওভারে ৪৫ রানে ৩ উইকেট নেন লামিচানে। ওয়ানডে ক্যারিয়ারের ৪২তম ম্যাচে ১শ উইকেট পূর্ণ করেন লামিচানে। যা ওয়ানডেতে দ্রুততম ১শ উইকেট। এত দিন এই রেকর্ডটি দখলে রেখেছিলেন রশিদ। ৪৪ ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারে ১শ উইকেট পূর্ণ করেছিলেন রশিদ। 

২০১৮ সালের মার্চে হারারেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে দ্রুততম ১শ উইকেট শিকারের মালিক হন রশিদ। পাঁচ বছর পর রশিদের রেকর্ড ভাঙলেন লামিচানে। লামিচানের বিশ্বরেকর্ডের ম্যাচে ৮৪ রানে জয় পায় নেপাল।  

ইত্তেফাক/জেডএইচ