বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

যৌন হয়রানির বিরুদ্ধে আন্দোলনে শীর্ষ ভারতীয় কুস্তিগিররা

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১১:৩৩

ভারতীয় কুস্তি ফেডারেশনের (ডব্লিউএফআই) প্রধান ও অন্যান্য কোচের বিরুদ্ধে নারী কুস্তিগিরদের যৌন নিপীড়নের অভিযোগ তুলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ভারতের শীর্ষ কুস্তিগিররা। দিল্লির কনট প্লেস থানায় ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেছেন সাত নারী কুস্তিগির। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, অভিযোগের ভিত্তিতে প্রথম তদন্ত প্রতিবেদন এখনও জমা দেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শী মালিক বলেন, 'আমরা হতাশ যে এই বিষয়ে একটি অফিসিয়াল প্যানেল রিপোর্ট এখনও প্রকাশ করা হয়নি। 

 ব্রিজ ভূষণ শরণ সিং

আমরা চাই নারী কুস্তিগিরদের বিবৃতিসহ রেকর্ড করা প্রতিবেদনটি প্রকাশ করা হোক। এটি একটি সংবেদনশীল বিষয়, অভিযোগকারীদের মধ্যে একজন নাবালিকা,সঙ্গত কারণেই আমরা অভিযোগকারীদের নাম প্রকাশ করছি না। ব্রিজভূষণকে গ্রেফতার না করা পর্যন্ত আমরা ছাড়ব না।'

ভিনেশ ফোগাট বলেন, 'বারবার চেষ্টা করেও আমরা সরকারের কাছ থেকে কোনও সাড়া পাচ্ছি না। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমরা এখানেই ঘুমাবো ও খাব।' ভিনেশ ফোগাট তার টুইটারে ফুটপাথে ঘুমন্ত কুস্তিগিরদের একটি ছবি শেয়ার করে লিখেছেন, 'মঞ্চ থেকে ফুটপাথ পর্যন্ত।'

দিল্লির কনট প্লেস থানায় ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেছেন সাত নারী কুস্তিগির।

তিনি বলেন, 'আমরা তিন মাস ধরে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। কমিটির সদস্যরা আমাদের কথায় সাড়া দিচ্ছেন না, ক্রীড়া মন্ত্রণালয়ও কিছু বলেনি, আমাদের ডাকে সাড়া দেয়নি। আমরা দেশের জন্য পদক জিতেছি এবং এর জন্য আমাদের ক্যারিয়ারের ঝুঁকি নিয়েছি।'

ক্রীড়া মন্ত্রক গত ২৩ জানুয়ারি কিংবদন্তি বক্সার এমসি মেরি কমের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে এবং এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলে। পরে আদালত সময়সীমা দুই সপ্তাহ বাড়িয়ে দেয় এবং প্রতিবাদী কুস্তিগিরদের অনুরোধে ববিতা ফোগাটকে তদন্ত প্যানেলের ষষ্ঠ সদস্য হিসেবে যুক্ত করে।

ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর

কমিটি এপ্রিলের প্রথম সপ্তাহে তাদের প্রতিবেদন জমা দিলেও মন্ত্রণালয় এখনও তাদের ফলাফল প্রকাশ করেনি। তবে সূত্রের খবর, একাধিকবার শুনানি করেও কুস্তিগিররা ডব্লিউএফআই প্রধানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রমাণ করতে পারেননি।

কুস্তিগিররা এর আগে বলেছিলেন, প্রধানমন্ত্রীর প্রতি আস্থার কারণে তারা আইনি পদক্ষেপ নিতে চান না, তবে সরকার পদক্ষেপ না নিলে পুলিশের কাছে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। হরিয়ানা সরকারের সদস্য অলিম্পিয়ান ববিতা ফোগাটের মধ্যস্থতায় ক্রীড়া মন্ত্রকের আলোচনায় তারা সন্তুষ্ট নন।

একাধিকবার শুনানি করেও কুস্তিগিররা ডব্লিউএফআই প্রধানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রমাণ করতে পারেননি।

ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও এই ইস্যুতে কুস্তিগিরদের সঙ্গে দেখা করেছেন এবং অভিযোগগুলোকে "গুরুতর" বলে অভিহিত করেছেন। এই ঘটনায় এফআইআর নথিভুক্ত করতে ব্যর্থ হওয়ায় দিল্লি পুলিশকে নোটিশ পাঠিয়েছে দিল্লি নারী কমিশন।

কুস্তিগিররা কমিশনের কাছে অভিযোগ করেছেন, তারা দুই দিন আগে দিল্লি পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তবে এখনও পর্যন্ত তাদের এফআইআর দায়ের করা হয়নি।

ইত্তেফাক/ডিএস