বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সিঙ্গাপুরে দুই পাউন্ড গাঁজা পাচারের দায়ে মৃত্যুদণ্ড

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১২:৩৪

গাঁজা পাচারের দায়ে সিঙ্গাপুরে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) সকালে চাঙ্গি জেলে ফাঁসি দেওয়া ওই ব্যক্তির নাম থাঙ্গারাজ সুপিয়া (৪৬)। তাকে ২ দশমিক ২ পাউন্ড গাঁজা পরিবহনের চেষ্টা করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। থাঙ্গারাজ সুপিয়াহর পরিবারের বরাত দিয়ে এ তথ্য জানায় সিএনএন। 

থাঙ্গারাজের বোন লীলাবতী সুপিয়া জানিয়েছেন, জেল থেকে পরিবারের হাতে ডেথ সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে।

থাঙ্গারাজের বোন লীলাবতী সুপিয়া জানিয়েছেন, জেল থেকে পরিবারের হাতে ডেথ সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে। সেন্ট্রাল নারকোটিক্স ব্যুরোর (সিএনবি) এক বিবৃতিতে বলা হয়েছে, ২০১৮ সালে এক কেজিরও বেশি গাঁজা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার দায়ে থাঙ্গারাজকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
 
আদালত ২০১৯ সালে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তার আপিল খারিজ করে দেয়। প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষার আবেদনও ব্যর্থ হয়েছে। পরিবারের সদস্য ও মানবাধিকার কর্মীরা পরে প্রকাশ্যে তার ক্ষমার জন্য আবেদন করেছিলেন।

পরিবারের সদস্য ও মানবাধিকার কর্মীরা পরে প্রকাশ্যে তার ক্ষমার জন্য আবেদন করেছিলেন।

গাঁজা বিশ্বের অনেক দেশে বৈধ। তবে সিঙ্গাপুরে কঠোর মাদক আইন রয়েছে। মাদক চোরাকারবারিদের প্রতিরোধ ও জননিরাপত্তা বজায় রাখতে দেশটির সরকার কঠোরভাবে এই আইন প্রয়োগ করে থাকে।

ইত্তেফাক/ডিএস