দুই যুগ আগে ঢাকা থিয়েটারের প্রযোজনায় ঢাকার মঞ্চে প্রদর্শিত হয়েছিল নাট্যাচার্য সেলিম আল দীনের পাঁচালিজাত নাটক ‘প্রাচ্য’। এর বেশ ক’বছর পর চট্টগ্রামের প্যান্টোমাইম মুভমেন্ট মূকাভিনয়ে মঞ্চস্থ করেছিল নাটকটি। একই নাটক এবার শিল্পী তামিমা সুলতানার চিত্রভাষায় 'প্রাচ্য ও দ্বৈতাদ্বৈতবাদ' শিরোনামে প্রদর্শনী হচ্ছে ঢাকার আর্ট গ্যালারি কলাকেন্দ্রে।
ঢাকা থিয়েটারের আয়োজনে গত ২৮ এপ্রিল থেকে শুরু হয়েছে প্রদর্শনী, চলবে ৩ মে পর্যন্ত। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীর উদ্বোধনী দিনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্পী আবুল বারক আলভি এবং শিল্পী নিসার হোসেন। ‘প্রাচ্য ও দ্বৈতাদ্বৈতবাদ’ প্রদর্শনীর কিউরেটর হিসাবে দায়িত্ব পালন করছেন নাট্যাচার্যের শিল্পবন্ধু নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু এবং অভিনেতা আফজাল হোসেন।
এই প্রদর্শনী নিয়ে শিল্পী তামিমা বলেন, ‘দ্বৈতাদ্বৈতবাদী ধারণায় আকৃষ্ট হয়ে দীর্ঘদিন আমি শিল্পের নব রস আস্বাদনে ক্যানভাস থেকে ক্যানভাসে ঘুরে বেড়িয়েছি।’ তিনি জানান, করোনাকালীন সময়ে এই ছবিগুলো আঁকায় মনোযোগী হন এবং পরবর্তী দু’বছরের নিরবচ্ছিন্ন সাধনায় কাজটি সম্পন্ন করেন।
তামিমা আশা প্রকাশ করেন, চিত্রকলায় এ ধরণের কাজে নতুন প্রজন্মের শিল্পীরা যুক্ত হয়ে শিল্পের আরও নবদিগন্ত উন্মোচন করবে। এই আয়োজনে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ গ্রাম থিয়েটার।
প্রসঙ্গত, তামিমা সুলতানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে মাস্টার ডিগ্রি সম্পন্ন করেন ২০১২ সালে। ২০১১ সালে তিনি তার ইনস্টিটিউটের শ্রেষ্ঠ চিত্রশিল্পী হিসাবেও পুরস্কার পান। তিনি ২০০০ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে স্বর্ণপদক অর্জন করেছিলেন।