কর্ণাটকে বিধানসভা নির্বাচনে ইস্তাহার প্রকাশ করলো কংগ্রেস ও বিজেপি। দুই দলই একগুচ্ছ জনমোহিনী প্রতিশ্রুতি দিয়েছে। বিজেপি ইস্তাহার প্রকাশ করেছিল সোমবার (১ মে) এবং কংগ্রেস করলো মঙ্গলবার (২ মে)। তুলনায় কংগ্রেসের জনমোহিনী প্রতিশ্রুতির সংখ্যা বেশি।
কংগ্রেসের প্রতিশ্রুতি
সাবেক মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ও প্রদেশ কংগ্রেস সভাপতি শিবকুমারকে সঙ্গে নিয়ে কংগ্রেসের ইস্তাহার প্রকাশ করেন মল্লিকার্জুন খাড়গে। খাড়গে জানিয়েছেন, কংগ্রেস ক্ষমতায় এলে মন্ত্রীসভার প্রথম বৈঠকে বেশ কয়েকটি প্রতিশ্রুতি রূপায়ণ করবে।
তার মধ্যে আছে, প্রতিটি পরিবারকে দুইশ ইউনিট বিদ্যুৎ বিনা পয়সায় দেয়া হবে। প্রতিটি পরিবারের নারী প্রধানকে মাসে দুই হাজার টাকা দেয়া হবে। মেয়েরা সরকারি বাসে বিনা পয়সায় যেতে পারবেন। বেকার গ্র্যাজুয়েটকে তিন হাজার ও ডিপ্লোমা প্রাপ্তদের দেড় হাজার টাকা ভাতা দেয়া হবে।
দুই বছর এই ভাতা পাবেন তারা। এছাড়া গরিবরা মাসে ১০ কিলো করে চাল বা গম বিনা পয়সায় পাবেন। তফসিলি জাতি, উপজাতিদের সংরক্ষণের পরিমাণ বাড়ানো হবে। সংখ্যালঘুদের চার শতাংশ সংরক্ষণ আবার ফিরিয়ে আনা হবে। লিঙ্গায়েত ও ভোক্কালিগাদের জন্য সংরক্ষণের হার বাড়ানো হবে।
কংগ্রেসের ইস্তাহারে বলা হয়েছে, তারা বজরং দল ও পিএফআইকে নিষিদ্ধ করবে। বজরং দল হলো সঙ্ঘ পরিবারের শাখা সংগঠন। এখন তারা গোরক্ষার বিষয়ে অতি সক্রিয় এবং এ নিয়ে তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগও আছে।
আর পিএফআই সংখ্যালঘুদের একটি কট্টরপন্থী সংগঠন বলে পরিচিত। কর্ণাটকেই দুইটি সংগঠন মিশে গিয়ে পিএফআই তৈরি হয়েছিল। ২০২২ সালে তাদের পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিজেপির প্রতিশ্রুতি
বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে, তারা ক্ষমতায় এলে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড করবে। সেই সঙ্গে এনআরসিও করা হবে। বিজেপি জানিয়েছে, গরিবদের বছরে তিনটি গ্যাস সিলিন্ডার বিনা পয়সায় দেয়া হবে। উগাড়ি, গণেশ উৎসব ও দিওয়ালীতে।
বিপিএল কার্ড যাদের আছে, তাদের প্রতিদিন আধা লিটার দুধ দেয়া হবে। সবার জন্য ন্যায্য দামে অটল আহার কেন্দ্র খোলা হবে। ১০ লাখ গরিব পরিবারকে বাড়ি দেয়া হবে। খেলার উন্নতির জন্য দেড় হাজার কোটি টাকা রাখা হবে, ৩০ হাজার কোটি টাকা দিয়ে খাদ্য সংরক্ষণের জন্য গুদাম তৈরি করা হবে।
সমীক্ষা কী বলছে?
একাধিক ভোট সমীক্ষায় বলা হয়েছে, কর্ণাটকে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কয়েকটি সমীক্ষা বিজেপিকে, কয়েকটি কংগ্রেসকে আগে রেখেছে। এনডিটিভির সমীক্ষা বলছে, ২৮ শতাংশ ভোটদাতার কাছে প্রধান বিষয় হলো কর্মসংস্থান। ২৫ শতাংশ বলছে গরিবি হলো প্রধান বিষয়। ৫১ শতাংশ মানুষ জানিয়েছেন, গত পাঁচ বছরে দুর্নীতি বেড়েছে। ৬৭ শতাংশ জিনিসপত্রের বাড়তি দাম নিয়ে চিন্তিত।