শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

তামিম-মিরাজরাও পৌঁছেছেন ইংল্যান্ডে

সাকিব-মোস্তাফিজরা যাবেন কবে?

আপডেট : ০৩ মে ২০২৩, ১১:১০

আয়ারল্যান্ডের বিপক্ষে ফিরতি সিরিজ খেলতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা ইংল্যান্ডে যাচ্ছেন ধাপে ধাপে। এরই মধ্যে বাংলাদেশ দলের দ্বিতীয় বহরটিও ইংল্যান্ডের মাটিতে পা রেখেছে। যে বহরটিতে ছিলেন অধিনায়ক তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজসহ অন্যরা। বিসিবির সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে তামিম-মেহেদীরা ইংল্যান্ডে গিয়ে পৌঁছেছেন।

দুই ধাপে এরই মধ্যে ১৪ সদস্যের দলের বড় অংশটা ইংল্যান্ডে পৌঁছে গেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশ দলের প্রথম বহর ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ে গত রবিবার রাতে। নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, ইয়াসির রাব্বি, এবাদত হোসেনসহ পাঁচ জন ক্রিকেটার ছিলেন সেই বহরে। সঙ্গে কোচিং স্টাফের সদস্যসহ সেই বহরটি ইংল্যান্ডে গিয়ে পৌঁছায় সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায়। বাকি যারা রয়েছেন, তারাও ভাগে ভাগেই ইংল্যান্ডে যাবেন।

বর্তমানে বাংলাদেশ দলের অন্যতম বড় অস্ত্র লিটন কুমার দাস যেমন গতকালই ইংল্যান্ডগামী বিমানে চেপে বসার কথা। এছাড়া সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমানরা সরাসরি ইংল্যান্ডে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। তবে তারা ঠিক কবে ইংল্যান্ডে উড়ে যাবেন, দিনক্ষণ নিশ্চিত করে জানা যায়নি। এই তো গত মার্চ-এপ্রিলেই আয়ারল্যান্ড বাংলাদেশে এসেছিল পূর্ণাঙ্গ সিরিজ খেলতে। ওয়ানডে, টি-টোয়েন্টি ও এক টেস্টের সিরিজ-তিনটি সিরিজই জিতেছে বাংলাদেশ। বাংলাদেশে তিন সিরিজেই হেরে আইরিশরা গিয়েছিল শ্রীলঙ্কায়। সেখানে তারা দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরেছে দেশে। মানে হতাশার স্মৃতি মাথায় নিয়েই বাংলাদেশের বিপক্ষে ফিরতি সিরিজে মুখোমুখি হবে আয়ারল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা আয়ারল্যান্ডের হোম সিরিজ হলেও তা অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের মাটিতে। তাই বাংলাদেশ দল ধাপে ধাপে ইংল্যান্ডে গিয়ে ক্যাম্প গাড়তে শুরু করেছে। সিরিজটি শুরু হবে ৯ মে। পরের দুটি ওয়ানডে ১২ ও ১৪ মে। এর আগে আগামী ৫ মে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। চেমসফোর্ডে সেই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কারা হবে, সেটা অবশ্য জানা যায়নি।

আয়ারল্যান্ড সিরিজের বাংলাদেশ দল:

তামিম ইকবাল (অধিনায়ক), নাজুমল হোসেন শান্ত, লিটন দাস, রনি তালুকদার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, ইয়াসির আলি, এবাদত হোসেন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

ইত্তেফাক/জেডএইচ