ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ কত রান হতে পারে? ৬ বলে ৬ ছক্কায় সর্বোচ্চ ৩৬! না, না, ছয় ছক্কার সঙ্গে নো, ওয়াইড, বাই মিলিয়ে আরো বেশি রান হতে পারে! সম্প্রতি কুয়েতে অনুষ্ঠিত একটি টি-টোয়েন্টি ক্রিকেট লিগে এমন ঘটনাই ঘটেছে। কুয়েতে চলমান ‘কেসিসি ফ্রেন্ডস মোবাইল টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৩’ টুর্নামেন্টে এনসিএম ইনভেস্টমেন্ট ও ট্যালি সিসির মধ্যকার ম্যাচে এক ওভারে উঠেছে ৪৬ রান!
ক্রিকেটের যেকোনো সংস্করণ মিলিয়ে কোনো স্বীকৃত টুর্নামেন্টে এক ওভারে এটাই সর্বোচ্চ রানের রেকর্ড। মানে বিশ্ব রেকর্ড। ট্যালি সিসির বোলার হরমনের উপর দিয়ে এই ঝড় বয়ে দিয়েছেন এনসিএম ইনভেস্টমেন্টের ব্যাটসম্যান বাসু। হরমনের প্রথম বোল নো ছিল। সেটিতে ছক্কা মারেন বাসু। পরের বলে ‘বাই’ হিসেবে চার রান। এরপরের টানা ৫ বলে ৫টি ছক্কা মারেন বাসু। এই ৫ বলের মধ্যে আবার একটি নো ছিল। তাই আরো একটি বাড়তি বল পান বাসু। সেটিতে চার মেরে ওভারে ৪৬ রান নেন বাসু। মোট ৮ বলের ওভারে দুটি নো বল সূত্রে ২ রান। বাই খাতে ৪ রান, ৬টি ছক্কা থেকে ৩৬ রান, পরে আরো একটি ৪। সব মিলে ৪৬।
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের নিশ্চয় মনে আছে, ২০১৭ সালে বাংলাদেশের দ্বিতীয় বিভাগের ক্রিকেট লিগের একটা ম্যাচে এক ওভারে ৮৯ রান ও অন্য আরেকটা ম্যাচে এক ওভারে ৬৭ রান দেওয়ার কাণ্ড ঘটেছিল। তবে সেই ন্যক্কারজনক কাণ্ড ঘটেছিল ম্যাচ গড়াপেটার অংশ হিসেবে! প্রতিপক্ষ দলকে জিতিয়ে দিতে বোলাররা ইচ্ছা করেই একের পর এক নো বল, ওয়াইড বল করছিল। বয়ে গিয়েছিল বাই রানের বন্যাও। সেই ঘটনায় সংশ্লিষ্ট ক্লাব ও বোলারদের জরিমানা এবং নিষেধাজ্ঞার শাস্তি দিয়েছিল বিসিবি। তবে দ্বিতীয় বিভাগের ম্যাচ বলে সেই ঘটনা হয়তো আন্তর্জাতিক মহলে প্রভাব ফেলেনি। তাছাড়া কুয়েতে ম্যাচ গড়া-পেটার অভিযোগও উঠেনি। স্বাভাবিকভাবেই ওভারে ৪৬ রান উঠায় বিশ্ব রেকর্ড হিসেবেই বিবেচিত হয়েছে।