বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ইউএনও’র ওপর হামলা: আওয়ামী লীগ নেতা টোকন গ্রেপ্তার

আপডেট : ০৯ মে ২০২৩, ২১:১৬

ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাকির আহমেদ ওরফে টোকন গ্রেপ্তার করেছে পুলিশ।  মঙ্গলবার (৯ মে) বেলা ১১টার দিকে ডুমাইন বাজার এলাকা থেকে শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়।

মধুখালী থানার ওসি শহীদুল ইসলাম বলেন, শাকির আহমেদের নাম এজাহারে ছিল না। তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া শাকিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কি না তা তিনি জানেন না।

এ ছাড়া সোমবার (৮ মে) রাত ৩টার দিকে পাশের মাগুরা জেলার শ্রীপুর উপজেলার রায়নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মো. রেজা ও ওয়াসিম বিশ্বাসকে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা চম্পক কুমার বড়ুয়া বলেন, নতুন করে গ্রেপ্তার হওয়া মো. রেজা ও ওয়াসিম বিশ্বাসকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নিশ্চিন্তপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্প করার জন্য একটি জায়গা দেখা হয়। জায়গাটি বিএস রেকর্ডে সরকারি খাস জমি হলেও এসএ রেকর্ডে ব্যক্তি মালিকানাধীন জমি। এ নিয়ে এলাকাবাসীর সঙ্গে স্থানীয় প্রশাসনের বিরোধ ছিল। বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসী ওই জমির মালিকানা তাদের দাবি করে আশ্রয়ণ প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন। এ খবর পেয়ে ইউএনও আনসার ও পুলিশ সদস্যদের নিয়ে সেখানে যান। আনসার সদস্যরা নারীদের কাছ থেকে মানববন্ধনের ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় নারীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। আনসার সদস্যরা রাইফেলের বাট দিয়ে কয়েকজন নারীকে আঘাত করেন। পরে মাইকে ঘোষণা দেওয়ায় এলাকাবাসী ঘটনাস্থলে এসে হামলা চালায়। এতে ইউএনও ও কয়েকজন আনসার সদস্য আহত হন। ক্ষুব্ধ এলাকাবাসী তখন ইউএনওর গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইত্তেফাক/পিও