পিরোজপুরের কাউখালী উপজেলার উপজেলা প্রশাসন, মৎস্য অফিস এবং নৌ পুলিশের যৌথ অভিযানে সন্ধ্যা ও কচা নদীতে অভিযান চালিয়ে মাছ ধরার ১টি বেহুন্দি ও ৫টি রেনু পোনা ধারার নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল জব্দ এবং ২০ হাজার চিংড়ির রেনু পোনাসহ একজনকে আটক করেছে।
বুধবার (১০ মে) সকালে আটক জেলে রাসেলকে (২০) রেনু পোনা ধরার অপরাধে এক হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার সুলতানা।
উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌথ অভিযান পরিচালনা করে মাছ ধরার ৬টি অবৈধ জাল জব্দ করা হয়েছে। যার মধ্যে ১টি বেহুন্দি জাল, ৫টি চিংড়ি জাল এবং ২০ হাজার রেনু পোনা রয়েছে।
তবে অভিযানের টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করেছে নৌ-পুলিশ। জব্দ জালগুলোর বাজারমূল্য আনুমানিক এক লাখ টাকা। জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানার উপস্থিতিতে জব্দকৃত চিড়ির রেনু পোনা সন্ধ্যা নদীতে অবমুক্ত ও জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।