বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আগে দোকান বুঝে চান ব্যবসায়ীরা

কাওরান বাজারে ডিএনসিসির উচ্ছেদ অভিযানে বাধা

আপডেট : ১১ মে ২০২৩, ১৪:৫৮

রাজধানীর সর্ববৃহৎ পাইকারি বাজার কাওরান বাজার কাঁচামালের আড়ত মার্কেট ভবন সিলগালা করতে গিয়ে বাধার মুখে পড়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উচ্ছেদ অভিযান চালানোর সময় বাধা দেন ব্যবসায়ীরা। এক পর্যায়ে ঘণ্টাখানেক পরে অভিযান স্থগিত করে ফিরে যান ডিএনসিসি কর্মকর্তারা।

অভিযানের নেতৃত্বে থাকা ডিএনসিসির আঞ্চলিক কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ জানান, আড়তে ১৭৬টি দোকান রয়েছে। মার্কেটটি ঝুঁকিপূর্ণ হওয়ায় গত এপ্রিলে নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে আড়তদারদের মার্কেট ছাড়তে বলা হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজ অভিযানে আসে ডিএনসিসি।

তিনি সাংবাদিকদের জানান, মার্কেটটি যেকোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা আছে। ব্যবসায়ীদের একাধিকবার নোটিশ দিয়ে জানানো হয়েছে এ ব্যাপারে।

ব্যবসায়ীদের পুনর্বাসনে যাত্রাবাড়ী মার্কেট নির্মাণকাজ শেষ পর্যায়ে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।

এদিকে, পুনর্বাসন করে দোকান বুঝিয়ে না দিলে মার্কেট ত্যাগ করবেন না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ইত্তেফাক/এসকে