শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আধিপত্য বিস্তার নিয়ে

বর্তমান ও সাবেক ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষ, আহত ২৫

আপডেট : ১১ মে ২০২৩, ১৭:২২

নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ মে) উপজেলার কোটাকোল ইউপির চাপুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার কোটাকোল ইউপির চাপুলিয়া গ্রামের বর্তমান ইউপি সদস্য নজরুল মোল্যা ও সাবেক ইউপি সদস্য ইব্রাহিম মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। 

সম্প্রতি একই এলাকার ইলিয়াস মোল্যার ঘরে চুরি করতে গিয়ে নজরুল মোল্যার ছেলে রবিউল হাতেনাতে ধরা পড়ে। এ ঘটনায় নজরুল মোল্যা ছেলেকে শাসন করতে গেলে এর সঙ্গে ইব্রাহিম মোল্যার সমর্থক রহমানের ছেলে সুজনও জড়িত বলে রবিউল জানায়।

এ সময় নজরুল সুজনকে শাসন করতে গেলে ইব্রাহিম মোল্যা ও সমর্থকরা সুজনকে নির্দোষ দাবি করে প্রতিবাদ করে। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে নজরুল মোল্যা ও ইব্রাহিম মোল্যার সমর্থকরা দেশীয়  অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

এদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন বলেন, পুলিশ সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ সময় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/এবি/পিও