রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। শনিবার (১৩ মে) দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এই দিন দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দুপুর ১২টার দিকে রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার বুলেটিনে বলা হয়, দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা দমকা হাওয়ায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (১২ মে) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।