শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ব্রাহ্মণবাড়িয়ায় সন্তানের সামনেই স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ১৩ মে ২০২৩, ২০:১২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পারিবারিক কলহের জেরে নয়ন তারা (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার ঘটনায় পুলিশ নিহতের স্বামী চাঁন মোস্তফাকে আটক করেছে। শনিবার (১৩ মে) সকালে উপজেলার ধরন্তি এলাকার দি নিউ আশা ব্রিক ফিল্ডের একটি ইটভাটায় এ ঘটনা ঘটে।  

নিহত নয়ন তারা কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার টেঙ্গুরিয়া গ্রামের মৃত কালা মিয়ার মেয়ে। 

জানা যায়, চাঁন মোস্তফা ধরন্তি এলাকার দি নিউ আশা ব্রিক ফিল্ডে শ্রমিকের কাজ করতেন। সেখানে অন্যান্য শ্রমিকদের সঙ্গে ইটভাটার ছাউনি ঘরে স্ত্রী নয়ন তারা ও একমাত্র মেয়ে তাজিনকে (১০) নিয়ে বসবাস করেন। শুক্রবার রাতে পারিবারিক কলহে চাঁন মোস্তফা ও তার স্ত্রী নয়ন তারার মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মেয়ে তাজিনের সামনেই চাঁন মোস্তফা স্ত্রীকে দা দিয়ে কোপাতে থাকে। 

এ সময় তাজিন ঘর থেকে দৌড়ে বের হয়ে অন্যান্য শ্রমিকদের ঘটনাটি জানালে, তারা গিয়ে দেখেন নয়ন তারার লাশ মেঝেতে পড়ে রয়েছে। পরে চাঁন মোস্তফাকে শ্রমিকরা আটক করে পুলিশে সোপর্দ করে। 

সরাইল থানার ওসি আসলাম হোসাইন বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

 

 

ইত্তেফাক/এবি