শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ঘূর্ণিঝড় মোখা: উপকূলজুড়ে আতঙ্ক, চলছে মাইকিং

আপডেট : ১৩ মে ২০২৩, ২০:৫৯

বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলের দিকে এগিয়ে আসছে। ঝড়ে ক্ষয়ক্ষতি কমানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পৌর মেয়র রফিকুল ইসলামের নেতৃত্বে সতর্কতায় সকাল থেকে থেকে মাঠে নেমেছে সিপিপির স্বেচ্ছাসেবীরা। নিকটবর্তী সাইক্লোন সেন্টার আশ্রয় নেওয়ার জন্য চলছে মাইকিং।

এদিকে ৮ নং মহা বিপদসংকেত শুনে উপকূলের বাসিন্দাদের মাঝে আতঙ্ক-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। শনিবার সকাল থেকে বোরহানউদ্দিনের অভ্যন্তরীণ ও দূর পাল্লার রুটের নৌযান চলাচল  বন্ধ রাখা হয়েছে। 

শনিবার (১৩ মে) সকাল থেকে উপজেলাজুড়ে মাইকিং করে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সাইক্লোন শেল্টারে অবস্থান করার অনুরোধ করেন তারা।

আবহাওয়া অফিস জানিয়েছে, সৃষ্ট ঘূর্ণিঝড়ে চরের নিম্নাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুটের বেশি উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। ভোলা জেলা ৮ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।  

উপকূলের বাসিন্দারা বলছেন, ঝড়ে তারা নিজেদের রক্ষা করলেও বসতঘর, ফসলি জমি, গবাদি পশু ক্ষতিগ্রস্ত হচ্ছে। একের পর এক প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা কিছুতেই ঘুরে দাঁড়াতে পারছেন না। 

বোরহানউদ্দিন সিপিপির টিম লিডার মো. শাহজাহান মোল্লা বলেন, ১ হাজার ২৬০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। শুক্রবার থেকে বেড়িবাঁধের বাইরে বসবাসকারীদের নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে আসার জন্য মাইকিং চলছে। রাতে কিছু লোক আসলেও শনিবার সকালে আবার চলে যায়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল হোসেন বলেন, ১৬০ টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসন থেকে ২০ হাজার টাকা ও ৫ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। ইতিমধ্যে মেঘনার তীরবর্তী টবগী, হাসান নগর,বড় মানিকা ও তেঁতুলিয়ার তীরবর্তী গংগাপুর ইউনিয়নে পর্যাপ্ত শুকনো খাবার পাঠানো হয়েছে। 


নির্বাহী কর্মকর্তা নওরীন হক বলেন,ইতিমধ্যে একটি কন্টোলরুম (০২৪৭৮৮৯৫৫৮৩) খোলা হয়েছে। প্রতিটি ইউনিয়নে শুকনো খাবার, মেডিকেল টিম ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পৌঁছে দেওয়া হয়েছে।পানি উন্নয়ন বোর্ড ও ফায়ার সার্ভিসকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। 

ইত্তেফাক/এবি