মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন চলছে

আপডেট : ১৪ মে ২০২৩, ১২:৩৩

তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। রোববার (১৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় সারাদেশে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। এপি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কামাল কিলিচদারোগলু

প্রতিবেদনে বলা হয়, এই নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ তিনজন প্রেসিডেন্ট প্রার্থী রয়েছেন। বাকি দুইজন হলেন, কামাল কিলিচদারোগলু ও সিনান ওগান। তুরস্কের প্রায় ৬৫ লাখ নাগরিক এই নির্বাচনে ভোট দেবেন। তারা তিন প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে একজনকে বেছে নেবেন।
  
নির্বাচনে মোট ২৪টি রাজনৈতিক দল অংশ নেয়। সংসদে ৬০০ আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫১ জন স্বতন্ত্র প্রার্থী। তুরস্কের সর্বশক্তিমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের জন্য রোববারের নির্বাচন হবে তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় লড়াই।

সিনান ওগান।  
কারণ এবার তার মোকাবেলায় সব বিরোধী দল ঐক্যবদ্ধ হয়েছে। এবারের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। দুই দশক ধরে ক্ষমতায় থাকা এরদোয়ানের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হতে পারে।

ইত্তেফাক/ডিএস